

• রিয়ার সমর্থনে মুখ খুলেছিলেন ফারহান আখতারের বান্ধবী শিবানি দান্ডেকর । একহাত নিয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে’কে । আর তাতেই শিবানির দিকে রে রে করে তেড়ে গেলেন নেটিজেনরা । শিবানির এ হেন আচরণ যে একেবারেই ভাল চোখে দেখেননি তাঁরা, তা স্পষ্টই বুঝিয়ে দেওয়া হয় জনপ্রিয় এই মডেল-সঞ্চালিকাকে ।


• রিয়ার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তাকে এখন ১৪ দিন জেলা হেফাজতে কাটাতে হবে । রিয়ার গ্রেফতার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ফের সরব হন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি লম্বা পোস্ট লেখেন।


• সেখানে তিনি লেখেন, "আমি মিডিয়া বন্ধুদের বলে দিই, আমি কখনও বলিনি সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয়, খুন ! আমি তো শুধু সুশান্তের জন্য বিচার চেয়েছিলাম। ওর পরিবারের পাশে থেকেছি। আমি কি করে জানব এটা খুন কিনা ! আমার সিবিআই ও মহারাষ্ট্র সরকারের ওপর বিশ্বাস আছে।" এই পোস্টেই তিনি লেখেন, "আমি সামনে এসেছিলাম ২০১৬ পর্যন্ত সুশান্তের মানসিক স্থিতি কেমন ছিল তা বলার জন্য। সুশান্ত সবার সামনে বলেছিল ও ডিপ্রেশনে আছে।" নাম না করেই অঙ্কিতা বলেন, "অবসাদে আছে জেনেও ড্রাগ নিতে দিলে? এ কেমন ভালবাসা তোমার?" এই পোস্ট শেয়ার হতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।


• এরপর আসরে নামেন রিয়ার বন্ধু শিবানি । রিয়ার হয়ে শিবানি লিখেন, অঙ্কিতা ২ সেকেন্ডে ফেমাস হতে চাইছে ৷ শিবানি আরও লেখেন, ‘একজন ৩৪ বছরের পুরুষ নেশা করছে ৷ সেটার দোষ গেল এক ২৮ বছরের মেয়ের ওপর ৷ সত্যি এখনও সমাজে পুরুষের জন্য এক মহিলাকেই দোষী হতে হয় ৷’


• এরপরেই শিবানি’কে যোগ্য জবাব দিতে মাঠে নেমে পড়েন নেটিজেনরা । বলেন, ‘অঙ্কিতা আপনার থেকে অনেক বেশি বিখ্যাত ।’ কেউ লেখেন, ‘ফারহান আখতারের প্রেমিকা' ছাড়া নিজস্ব পরিচয়ে আপনাকে কজন চেনেন?’


• কেউ বলেন, ‘৫০ বছরের একটা লোকের বান্ধবী ছাড়া আপনি আর কী? আপনিই বরং ২ সেকেন্ডের খ্যাতির জন্য অঙ্কিতার নাম ব্যবহার করছেন ।’ একজন আবার লেখেন, ‘২ সেকেন্ডের খ্যাতি অঙ্কিতার প্রয়োজন নেই । সেটা তাঁর যথেষ্ট রয়েছে । ২০০৯ সাল থেকে অনেক লড়াই করে নিজেই নিজের জায়গা তৈরি করেছেন অঙ্কিতা ।’