ফারহানের বান্ধবী হাওয়া ছাড়া আর কী করেছেন? অঙ্কিতা’কে আক্রমণ করায় তেড়ে গেলেন নেটিজেনরা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
রিয়ার হয়ে শিবানি লিখেন, অঙ্কিতা ২ সেকেন্ডে ফেমাস হতে চাইছে ৷ এতেই তেড়ে যান সুশান্তের ভক্তরা ।
advertisement
advertisement
• সেখানে তিনি লেখেন, "আমি মিডিয়া বন্ধুদের বলে দিই, আমি কখনও বলিনি সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয়, খুন ! আমি তো শুধু সুশান্তের জন্য বিচার চেয়েছিলাম। ওর পরিবারের পাশে থেকেছি। আমি কি করে জানব এটা খুন কিনা ! আমার সিবিআই ও মহারাষ্ট্র সরকারের ওপর বিশ্বাস আছে।" এই পোস্টেই তিনি লেখেন, "আমি সামনে এসেছিলাম ২০১৬ পর্যন্ত সুশান্তের মানসিক স্থিতি কেমন ছিল তা বলার জন্য। সুশান্ত সবার সামনে বলেছিল ও ডিপ্রেশনে আছে।" নাম না করেই অঙ্কিতা বলেন, "অবসাদে আছে জেনেও ড্রাগ নিতে দিলে? এ কেমন ভালবাসা তোমার?" এই পোস্ট শেয়ার হতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
advertisement
advertisement