Bollywood:যোগীতা বালিকে বিয়ে করার বছরই আরেকটা বিয়ে করেছিলেন মিঠুন,সুপারস্টারের প্রথম স্ত্রী কে জানেন? পড়ুন

Last Updated:
১৯৭৯ সালে অভিনেত্রী যোগীতা বালিকে বিয়ে করেন মিঠুন চক্রবর্তী। কিন্তু যোগীতা মিঠুনের প্রথম স্ত্রী নন। তার আগেও একবার বিয়ে করেছিলেন ‘মহাগুরু’। মিঠুনের প্রথম স্ত্রী কে
1/9
১৯৭৯ সালে অভিনেত্রী যোগীতা বালিকে বিয়ে করেন মিঠুন চক্রবর্তী। কিন্তু যোগীতা মিঠুনের প্রথম স্ত্রী নন। তার আগেও একবার বিয়ে করেছিলেন ‘মহাগুরু’। মিঠুনের প্রথম স্ত্রী কে জানেন?
১৯৭৯ সালে অভিনেত্রী যোগীতা বালিকে বিয়ে করেন মিঠুন চক্রবর্তী। কিন্তু যোগীতা মিঠুনের প্রথম স্ত্রী নন। তার আগেও একবার বিয়ে করেছিলেন ‘মহাগুরু’। মিঠুনের প্রথম স্ত্রী কে জানেন?
advertisement
2/9
১৯৭৯ সালে মিঠুন চক্রবর্তী ও যোগীতা বালী বিয়ে করেন। সেই বছরই অন্য এক মহিলাকে বিয়ে করেছিলেন মিঠুন। নাম হেলেনা লিউক। মাত্র চার মাস টিকেছিল হেলেনা-মিঠুনের দাম্পত্য।
১৯৭৯ সালে মিঠুন চক্রবর্তী ও যোগীতা বালী বিয়ে করেন। সেই বছরই অন্য এক মহিলাকে বিয়ে করেছিলেন মিঠুন। নাম হেলেনা লিউক। মাত্র চার মাস টিকেছিল হেলেনা-মিঠুনের দাম্পত্য।
advertisement
3/9
কে এই হেলেনা লিউক? সত্তরের দশকের শেষ দিক ও আশির দশকের শুরুতে হিন্দি ফিল্মজগতের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন হেলেনা। কিন্তু কোনওদিনই তেমন সাফল্য পাননি।
কে এই হেলেনা লিউক? সত্তরের দশকের শেষ দিক ও আশির দশকের শুরুতে হিন্দি ফিল্মজগতের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন হেলেনা। কিন্তু কোনওদিনই তেমন সাফল্য পাননি।
advertisement
4/9
হেলেনার বাবা ছিলেন তুরস্কের বাসিন্দা। তাঁর মা ছিলেন অ্যাংলো-ইন্ডিয়ান খ্রিস্টান। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল হেলেনার। বড় পর্দায় অভিনয়ের আগে ৯ বছর গুজরাতি নাটকে অভিনয় করেছিলেন।
হেলেনার বাবা ছিলেন তুরস্কের বাসিন্দা। তাঁর মা ছিলেন অ্যাংলো-ইন্ডিয়ান খ্রিস্টান। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল হেলেনার। বড় পর্দায় অভিনয়ের আগে ৯ বছর গুজরাতি নাটকে অভিনয় করেছিলেন।
advertisement
5/9
১৯৮০ সালে ‘জুদাই’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন হেলেনা। তাঁকে দেখা যায় ‘আও পেয়ার করেঁ’, ‘দো গুলাব’, ‘ভাই আখির ভাই হোতা হ্যায়’-এর মতো হিন্দি ছবিতেও। কিন্তু কোনও ছবিই বক্স অফিসে সফল হয়নি।
১৯৮০ সালে ‘জুদাই’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন হেলেনা। তাঁকে দেখা যায় ‘আও পেয়ার করেঁ’, ‘দো গুলাব’, ‘ভাই আখির ভাই হোতা হ্যায়’-এর মতো হিন্দি ছবিতেও। কিন্তু কোনও ছবিই বক্স অফিসে সফল হয়নি।
advertisement
6/9
বলিউডের গুঞ্জন, বলি অভিনেতা জাভেদ খানের সঙ্গে কলেজজীবন থেকেই সম্পর্ক ছিল হেলেনার। চার বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে যায়। তারপরেই মিঠুনের সঙ্গে আলাপ হয় হেলেনার। পরিচয়, প্রেম এবং বিয়ে এবং বিচ্ছেদ... সবটাই খুব তাড়াতাড়ি হয়।
বলিউডের গুঞ্জন, বলি অভিনেতা জাভেদ খানের সঙ্গে কলেজজীবন থেকেই সম্পর্ক ছিল হেলেনার। চার বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে যায়। তারপরেই মিঠুনের সঙ্গে আলাপ হয় হেলেনার। পরিচয়, প্রেম এবং বিয়ে এবং বিচ্ছেদ... সবটাই খুব তাড়াতাড়ি হয়।
advertisement
7/9
১৯৭৯ সালে মিঠুন বিয়ে করেছিলেন হেলেনাকে। মাত্র চার মাসেই ভেঙে যায় সংসার। সেই বছর অভিনেত্রী যোগিতা বালীকে বিয়ে করেছিলেন মিঠুন।
১৯৭৯ সালে মিঠুন বিয়ে করেছিলেন হেলেনাকে। মাত্র চার মাসেই ভেঙে যায় সংসার। সেই বছর অভিনেত্রী যোগিতা বালীকে বিয়ে করেছিলেন মিঠুন।
advertisement
8/9
হেলেনাকে ১৯৮৮ সালের ‘এক নয়া রিস্তা’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল। সেই ছবি ফ্লপ করার পর অভিনয় ছেড়ে নিউ ইয়র্কে চলে গিয়েছিলেন তিনি।
হেলেনাকে ১৯৮৮ সালের ‘এক নয়া রিস্তা’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল। সেই ছবি ফ্লপ করার পর অভিনয় ছেড়ে নিউ ইয়র্কে চলে গিয়েছিলেন তিনি।
advertisement
9/9
বিদেশি এক বিমান সংস্থায় বিমানকর্মী হিসাবে কাজ করা শুরু করেছিলেন হেলেনা। আর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। মৃত্যুর আগের দিন ফেসবুকে হেলেনা পোস্ট করেছিলেন, ‘‘কেমন একটা লাগছে। নানা ধরনের অনুভূতি কাজ করছে মনের মধ্যে। কিছুই বুঝতে পারছি না।’’
বিদেশি এক বিমান সংস্থায় বিমানকর্মী হিসাবে কাজ করা শুরু করেছিলেন হেলেনা। আর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। মৃত্যুর আগের দিন ফেসবুকে হেলেনা পোস্ট করেছিলেন, ‘‘কেমন একটা লাগছে। নানা ধরনের অনুভূতি কাজ করছে মনের মধ্যে। কিছুই বুঝতে পারছি না।’’
advertisement
advertisement
advertisement