

• পাটনায় সুশান্তের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতেই মুম্বইয়ে তদন্তের জন্য গিয়েছে একটি বিহার পুলিশের একটি তদন্তকারী দল। কিন্তু তাঁরা যাওয়ার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছে। একদিকে রিয়া চক্রবর্তী আবেদন করেছেন, পাটনা পুলিশের হাত থেকে সরিয়ে মামলা মুম্বই পুলিশের হাতে দিতে। অন্যদিকে রহস্য আরও ঘনিয়েছে রিয়ার কার্যকলাপে।


• খবর পাওয়া যাচ্ছে, বিহার পুলিশের চারজনের দল যাওয়ার পর থেকেই নাকি মুম্বইয়ে নিজের বাড়ি থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না রিয়া চক্রবর্তীর। তিনি নাকি উধাও হয়ে গিয়েছেন। সম্প্রতি জাতীয় সংবাদমাধ্যম টাইমস নাও এই বিষয়ে একটি খবর প্রকাশ করে জানিয়েছে, যে বাড়িতে রিয়া থাকতেন, সেখানে আর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। বিহারের তদন্তকারী দল আসতেই তিনি উধাও হয়ে গিয়েছেন।


• বিহার পুলিশের তদন্তকারী দল যখন এদিন তদন্তের স্বার্থে কথা বলতে রিয়ার বাড়িতে পৌঁছে যান, তখন নাকি তাঁরা দেখেন রিয়া বাড়িতে নেই। তদন্তকারী অফিসারের তখন মুম্বইয়ের আরও কয়েকটি সম্ভাব্য স্থানে রিয়ার খোঁজ করতে শুরু করেন। কারণ, তাঁদের তদন্তের স্বার্থে রিয়ার বয়ান রেকর্ড করা একান্তই প্রয়োজন।


• এর আগে পিটিআই সংবাদ সংস্থাকে আইনজীবী সুশান্তের পক্ষের বিকাশ সিং জানিয়েছেন, ‘আমার বিশ্বাস রিয়াকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে৷ আর এই চেষ্টা চলছে মুম্বই পুলিশের মধ্যে থেকেই৷ কোনও একজন অফিসার রিয়াকে সাহায্য করছে৷ ’