সানি লিওনে মানেই পর্ন ছবির সুপারস্টার। তবে পর্ন সিনেমা থেকে নিজেকে অনেক দিন আগেই সরিয়ে নিয়েছেন তিনি। এখন তিনি বলিউডের নামকরা অভিনেত্রীদের তালিকায় নিজের নাম নিয়ে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রায় বিভিন্ন বিষয়ে নিয়ে চর্চায় থাকেন এই স্টার ৷ সম্প্রতি জানা গিয়েছিল গুগল ইন্ডিয়ার সার্চ রেজাল্টের তালিকা তালিকাতেই নজরে এল সানি লিওন এখনও অবধি গুগল সার্চে এক নম্বরে ৷
সানি লিওনের জীবনীর ওপরে নির্ভর করে তৈরী ওয়েব-সিরিজ 'করণজিৎ কৌর' ৷ তার বায়োগ্রাফিতে সানি সম্বন্ধে একাধিক না জানা তথ্য সামনে এসেছে৷ সম্প্রতি 'করণজিৎ কৌর' এর একটি অংশ শিরোনামে উঠে এসেছে ৷ এখানে সানির প্রথম পর্ণ ছবি দেখার কথা বলা হয়েছে ৷ দেখানো হয়েছে প্রথমবার ব্লু ফিল্ম দেখে সানির মনে কী প্রভাব পড়েছে ৷