নতুন সম্পর্ক বি-টাউনে? গোপনে মালদ্বীপ উড়ে গেলেন অনন্যা পান্ডে-ঈশান খট্টর

Last Updated:
নিউ-ইয়ার ইভ সেলিব্রেট করতে দু’জনে পাড়ি দিয়েছেন মালদ্বীপে । তবে একসঙ্গে একটাও ছবি শেয়ার করেননি তাঁরা ।
1/6
• সত্যিই কি তবে জমিয়ে প্রেম করছেন ঈশান খট্টর আর অনন্যা পান্ডে? দু’জনের ভাবগতিক দেখে তো তেমনটাই মনে হচ্ছে । বছর শেষের ছুটি কাটাতে দিব্যি দু’জনে পাড়ি দিয়েছেন নীল সাগরের পাড়ে । ছবি: ইনস্টাগ্রাম ।
• সত্যিই কি তবে জমিয়ে প্রেম করছেন ঈশান খট্টর আর অনন্যা পান্ডে? দু’জনের ভাবগতিক দেখে তো তেমনটাই মনে হচ্ছে । বছর শেষের ছুটি কাটাতে দিব্যি দু’জনে পাড়ি দিয়েছেন নীল সাগরের পাড়ে । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
2/6
• অনন্যা-ঈশান...দু’জনেই বলিপাড়ার পরবর্তী প্রজন্মের উঠতি তারকা । একসঙ্গে জুটি বেঁধে ‘কালি-পিলি’তে অভিনয় করেছিলেন । ছবি না চললেও তাঁদের বন্ধুত্ব যে ভালই দৌড়াচ্ছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে । ছবি: ইনস্টাগ্রাম ।
• অনন্যা-ঈশান...দু’জনেই বলিপাড়ার পরবর্তী প্রজন্মের উঠতি তারকা । একসঙ্গে জুটি বেঁধে ‘কালি-পিলি’তে অভিনয় করেছিলেন । ছবি না চললেও তাঁদের বন্ধুত্ব যে ভালই দৌড়াচ্ছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
3/6
• নিউ-ইয়ার ইভ সেলিব্রেট করতে দু’জনে পাড়ি দিয়েছেন মালদ্বীপে । তবে একসঙ্গে একটাও ছবি শেয়ার করেননি তাঁরা । ছবি: ইনস্টাগ্রাম ।
• নিউ-ইয়ার ইভ সেলিব্রেট করতে দু’জনে পাড়ি দিয়েছেন মালদ্বীপে । তবে একসঙ্গে একটাও ছবি শেয়ার করেননি তাঁরা । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
4/6
• নিউ-ইয়ার ইভ সেলিব্রেট করতে দু’জনে পাড়ি দিয়েছেন মালদ্বীপে । তবে একসঙ্গে একটাও ছবি শেয়ার করেননি তাঁরা । ছবি: ইনস্টাগ্রাম ।
• নিউ-ইয়ার ইভ সেলিব্রেট করতে দু’জনে পাড়ি দিয়েছেন মালদ্বীপে । তবে একসঙ্গে একটাও ছবি শেয়ার করেননি তাঁরা । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
5/6
• কখনও গা ভাসাচ্ছেন নীল জলে, কখনও আবার রোদ পোহাচ্ছেন । ছবি: ইনস্টাগ্রাম ।
• কখনও গা ভাসাচ্ছেন নীল জলে, কখনও আবার রোদ পোহাচ্ছেন । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
6/6
• স্লিক বিকিনিতে অনন্যার দূর্দান্ত ফিগার যেন আগুন । ঈশানও কম যান না । উন্মুক্ত শরীরে তাঁর অ্যাবসও স্পষ্ট । ছবি: ইনস্টাগ্রাম ।
• স্লিক বিকিনিতে অনন্যার দূর্দান্ত ফিগার যেন আগুন । ঈশানও কম যান না । উন্মুক্ত শরীরে তাঁর অ্যাবসও স্পষ্ট । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
advertisement
advertisement