এদিকে বিরাটের রোজগার ২২৮.০৯ কোটি টাকা ৷ ক্রীড়া দুনিয়ায় তাঁর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী পাঁচ নম্বরে থাকা মহেন্দ্র সিং ধোনি ৷ তাঁর রোজগার ১০১.৭৭ কোটি টাকা ৷ আর সেরা ধণীদের মধ্যে লড়াইতে তাঁর সামনে শুধু রয়েছেন সলমান খান ৷ তার বাৎসরিক রোজগার ২৫৩.২৫ কোটি টাকা ৷ এই রোজগারটা টাকার অঙ্কে দ্বিগুণেরও বেশি { কারণ গত বছর এটা ছিল ১০০.৭২ কোটি৷ আর যাই করুন মাথা ঘুরে পড়ে যাবেন না প্লিজ ৷ Photo -File