•• সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন বায়োপিক জ্বর। একের পর এক বায়োপিক হচ্ছে। সেই তালিকায় কখনও নাম আছে মহেন্দ্র সিং ধোনি,মেরি কম, মিলখা সিং। আবার মুক্তির অপেক্ষায় আছে ঝাঁসির রানির বায়োপিক ও সাইনা নেওয়ালের বায়োপিক। এদিকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির বায়োপিক হবে ওয়েব সিরিজে সেই কথা আগেই জানিয়েছিলেন বিদ্যা বালন। এবার তাঁর মাথায় নতুন পালক জুড়তে চলেছে। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement
•• কারণ আঞ্চলিক স্তরে নেত্রী হিসাবে যথেষ্ট নাম করেছিলেন জয়ললিতা। প্রত্যেকটা মহিলার অনুপ্রেরণা জোগাবে তাঁর বায়োপিক। তাই এবার জয়ললিতার চরিত্রে দেখা যেতে পারে বিদ্যা বালনকে। সূত্র মারফত এও জানা গিয়েছে যে তিনটি ভাষায় নির্মিত হবে এই বায়োপিক। হিন্দি, তামিল ও তেলুগু। পরিচালনার দায়িত্বে থাকছেন প্রিয়দর্শিনী । ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement