আমাদের সবার জীবনেই এমন কিছু সত্য থাকে, যা স্বতস্ফূর্তভাবে বেরিয়ে আসতে পারে না! কখনও তা হয় দুঃখের, কখনও যন্ত্রণার, কখনও বা লজ্জার! রইল বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনের এমনই কিছু সত্য, যা চমকে দেবে আপনাকে...:ছবিগুলি
2/ 10
৯ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন কল্কি।
3/ 10
মুম্বইয়ের খাড় অঞ্চলে বাড়ির রেজিস্ট্রেশনের সময় সমস্যায় পড়েন বিদ্যা বালন। বাধ্য হন আধিকারিকদের ঘুষ দিতে।
4/ 10
'গ্যাংস অফ ওয়াসিপুর' স্টার রিচা চাড্ডা 'বুলেমিয়া' রোগে আক্রান্ত। 'বুলেমিয়া' এমন একটা রোগ, যেখানে রোগি মনে করে তাঁকে আর ভালো দেখতে নেই! খাওয়ার পর সেই খাবার বমি করে ফেলেন, ক্ষিদে কমে যায় এবং ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে পড়ে।
5/ 10
ছোটবেলায় হৃতিক কথা বলার সময় তোতলাতেন। কাজেই, স্কুলের অন্য বাচ্চারা তাঁকে নিয়ে ঠাট্টা তামাশা করত। তিনি জানান, ''আমার রোজ সকালে ঘুম থেকে উঠতে ভয় লাগত! মনে হত, আবার একটা দিন শুরু হল, আবার লোকজনের সঙ্গে কথা বলতে হবে, আবার তারা আমায় নিয়ে হাসাহাসি করবে!''
6/ 10
দীর্ঘদিন ডিপ্রেশনে ভুগেছিলেন দীপিকা পাড়ুকোন।
7/ 10
একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর স্বীকার করেন, '' আমি একজনকে ভালবেসে, তাকে ঠকিয়েছিলাম। কিন্তু অনভিজ্ঞতা, ইম্ম্যাচিওরিটি থেকেই এমনটা করেছিলাম।''
8/ 10
'ইনকার'-এর প্রস্তুতি পর্ব চলাকালীন চিত্রাঙ্গদা সিং জানান, '' আমার বড় হওয়া দিল্লি আর মিরাটে। ব্যাক্তিগত জীবনে বেশ কয়েকবার সেক্সুয়াল হ্যারাসমেন্টের মোকাবিলা করতে হয়েছে।''
9/ 10
ঋষি কাপুরের স্বীকারোক্তি, 'ববি'র জন্য পাওয়া তাঁর প্রথম 'ফিল্মফেয়ার' অ্যাওয়ার্ড তিনি ৩০ হাজার টাকার বিনিময়ে কিনেছিলেন।
10/ 10
ছোটবেলায় প্রায় ১১ বার যৌন হেনস্থার শিকার হন অনুরাগ কাশ্যপ। তিনি তখন খুব ছোট, আর সেই ব্যক্তির বয়স ২২। তবে, অনুরাগ এও বলেন, তিনি এখন সেই মানুষটিকে ক্ষমা করে দিয়েছেন।