Bollywood Unknown Story: ৪০টি ছবি ছিল হাতে! হঠাৎ গায়েব বলিউডের সুপারস্টার...! এরপরে যা ঘটল তাঁর জীবনে তা যেন আর কারও সঙ্গে না হয়
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bollywood Unknown Story: ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে বলিউডে কাজ শুরু করেন যুগল হংসরাজ। যুগল এরপরে লিড চরিত্রে অভিনয়ে এসেই তাঁর মিষ্টি চেহারায় মন কেড়ে নিয়েছেন দর্শককূলের। পেশাগত দিক থেকে সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই তার ভাগ্য এমন মোড় নেয় যে তিনি প্রায় হঠাৎই পর্দা থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করেন।
যুগল হংসরাজ। গত ৪ দশক ধরে বলিউডে রয়েছেন এই অভিনেতা। বর্তমানে তাঁর বয়স ৫০ বছর। ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে বলিউডে কাজ শুরু করেন যুগল হংসরাজ। যুগল এরপরে লিড চরিত্রে অভিনয়ে এসেই তাঁর মিষ্টি চেহারায় মন কেড়ে নিয়েছেন দর্শককূলের। পেশাগত দিক থেকে সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই তার ভাগ্য এমন মোড় নেয় যে তিনি প্রায় হঠাৎই পর্দা থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করেন।
advertisement
অভিনেতা যুগল হংসরাজ ১৯৮৩ সালে শেখর কাপুরের ছবি 'মাসুম'-এ শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। এছাড়াও তিনি 'কর্ম' (1986) এবং 'সুলতানাত' (1986) এর মতো চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করে যান একের পর এক। পরবর্তীতে তিনি অনেক বিজ্ঞাপনেও দেখা দেন। কিন্তু বলিউডে তার আসল যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে, যখন তিনি 'আ গলে লাগ যা' ছবিতে মুখ্য নায়ক হিসেবে প্রকাশ্যে আসেন।
advertisement
advertisement
advertisement
সমালোচকদের অনেকেরই মনে হয়েছিল বলিউডের পরবর্তী সুপারস্টার হিসেবে নিজের জায়গা করে নেবেন যুগল হংসরাজ। কিন্তু হঠাৎ তার ভাগ্য এমন মোড় নেয় যে তিনি চলচ্চিত্র থেকে দূরে সরে যেতে থাকেন এবং বলিউডের এই উজ্জ্বল তারকা পর্দা থেকে এমনভাবে অদৃশ্য হয়ে যান যে পরের সময়কাল কেউ তাকে আর দেখতে পান না। মিডিয়া রিপোর্ট অনুসারে, যুগল হংসরাজ বস্তুত পর্দা থেকে অদৃশ্য হননি, বরং তিনি সেইসব ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন, যা তার পেশাগত জীবনকে ধ্বংস করে দিয়েছিল।
advertisement
আসলে একের পর এক হিট ছবি দেওয়ার কারণে যুগলকে চুক্তিবদ্ধ করার প্রতিযোগিতা চলছিল নির্মাতাদের মধ্যে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সে সময় তিনি ৪০টি ছবি পেয়েছিলেন, সেটিও একাধিক পরিচালক ও প্রযোজকদের থেকে। যুগল সেই সব ছবিতে একটানা কাজ শুরু করেছিলেন, যার কারণে তিনি পর্দা থেকে দূরে চলে গেলেও, এরপরে আর পর্দায় ফেরেননি তিনি। তাঁর সাইন করা ৩৫টি ছবি তৈরি হলেও কিছু চলচ্চিত্র অর্ধেক পথেই বন্ধ হয়ে যায়। কিছুর শুটিং শেষ পর্যায়ে আটকে থাকে, কোনওটির আবার শুরুই করা যায়নি শ্যুটিং।
advertisement
যুগল যে সময় এই ছবিগুলির কাজে চুক্তিবদ্ধ হন এবং এই কাজ শুরু করেন, তখন তাঁর কেরিয়ারের গোল্ডেন পিরিয়ড চলছিল। কিন্তু এই চলচ্চিত্রগুলি করতে গিয়ে তাঁর জীবনের সবথেকে সম্ভাবনাময় সোনালি সময় নষ্ট হয়ে যায়। যদিও এই সময়ের মধ্যে তার একটি বা দুটি ছবি মুক্তি পায়, কিন্তু বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হয় সেগুলি। একটা সময় দেখতে দেখতে বলিউড থেকে অদৃশ্য হয়ে যান এই অভিনেতা। যদিও কোনও না কোনও ছবিতে তাঁকে অভিনয়ে দেখা যায় কিন্তু তাঁর যে স্টারডম ছিল তা নষ্ট হয়ে যায়।
