বিয়ের প্রস্তাব খারিজ! জনপ্রিয় বলিউড অভিনেত্রীকে ছুরি দিয়ে কোপাল প্রেমিক
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
এলোপাথারি ছুরির কোপে মারাত্মক আহত হয়েছেন মালভি ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, ছুরির আঘাতে অভিনেত্রীর পেটে, দু হাতে গভীর ক্ষত তৈরি হয়েছে ৷ গুরুতর আহত অবস্থায় কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি অভিনেত্রী ৷
advertisement
advertisement
হামলার শিকার মালভি মালহোত্রা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ৷ টেলিভিশনে উড়ান সিরিয়ালে কাজ করে ও সম্প্রতি ‘হোটেল মিলান’ সিনেমায় অভিনয় করে নজরে কেড়েছেন ৷ অভিনেত্রী বয়ানে জানিয়েছেন, প্রায় বছর খানেক আগে ফেসবুকে যোগেশকুমারের সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর ৷ সম্প্রতি মালভিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন যোগেশকুমার ৷ তাতে রাজি না হওয়ায় মালভির উপর চটে যায় সে ৷ সেই কারণেই এই হামলা বলে মনে করছে পুলিশ ৷
advertisement
advertisement