হামলার শিকার মালভি মালহোত্রা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ৷ টেলিভিশনে উড়ান সিরিয়ালে কাজ করে ও সম্প্রতি ‘হোটেল মিলান’ সিনেমায় অভিনয় করে নজরে কেড়েছেন ৷ অভিনেত্রী বয়ানে জানিয়েছেন, প্রায় বছর খানেক আগে ফেসবুকে যোগেশকুমারের সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর ৷ সম্প্রতি মালভিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন যোগেশকুমার ৷ তাতে রাজি না হওয়ায় মালভির উপর চটে যায় সে ৷ সেই কারণেই এই হামলা বলে মনে করছে পুলিশ ৷