মাত্র ৭ বছর বয়সে ঘর ছাড়েন! কাজ নেন কল সেন্টারে, এক পরামর্শ বদলে দেয় ভাগ্য... এখন তিনি টেলিভিশনের ধনী তারকা!

Last Updated:
Top TV Star Life Story: টেলিভিশনের শীর্ষ তারকার জীবনকাহিনি: মাত্র ৭ বছর বয়সে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁকে, আর আজ তিনি ভারতের টেলিভিশন জগতের অন্যতম ধনী অভিনেত্রী। ‘বিগ বস’, ‘নাগিন’ ও ‘কসৌটি জিন্দেগি কি’-এর মতো জনপ্রিয় শো-তে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।
1/12
টেলিভিশনের শীর্ষ তারকার জীবনকাহিনি: মাত্র ৭ বছর বয়সে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁকে, আর আজ তিনি ভারতের টেলিভিশন জগতের অন্যতম ধনী অভিনেত্রী। ‘বিগ বস’, ‘নাগিন’ ও ‘কসৌটি জিন্দেগি কি’-এর মতো জনপ্রিয় শো-তে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।
টেলিভিশনের শীর্ষ তারকার জীবনকাহিনি: মাত্র ৭ বছর বয়সে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁকে, আর আজ তিনি ভারতের টেলিভিশন জগতের অন্যতম ধনী অভিনেত্রী। ‘বিগ বস’, ‘নাগিন’ ও ‘কসৌটি জিন্দেগি কি’-এর মতো জনপ্রিয় শো-তে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
2/12
মাত্র ৭ বছর বয়সে বাড়ি ছাড়েন, কাজ করেন কল সেন্টারে, এক পরামর্শ বদলে দেয় ভাগ্য, আজ তিনি টেলিভিশনের অন্যতম ধনী তারকা!
মাত্র ৭ বছর বয়সে বাড়ি ছাড়েন, কাজ করেন কল সেন্টারে, এক পরামর্শ বদলে দেয় ভাগ্য, আজ তিনি টেলিভিশনের অন্যতম ধনী তারকা! (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
3/12
আমরা কথা বলছি হিনা খানের সম্পর্কে, যিনি কখনও ধারাবাহিকের আদর্শ বউয়ের চরিত্রে, কখনও আবার খলনায়িকার ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। সলমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এও অংশগ্রহণ করেছিলেন তিনি।
আমরা কথা বলছি হিনা খানের সম্পর্কে, যিনি কখনও ধারাবাহিকের আদর্শ বউয়ের চরিত্রে, কখনও আবার খলনায়িকার ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। সলমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এও অংশগ্রহণ করেছিলেন তিনি। (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
4/12
সংগ্রামের দিনগুলোর গল্প--- ২ অক্টোবর, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জন্মগ্রহণ করেন হিনা খান। বিনোদন জগতে আসার আগে তিনি ২০০৯ সালে গুরুগ্রামের CCA School of Management থেকে এমবিএ সম্পন্ন করেন। এক সাক্ষাৎকারে হিনা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে নিজের খরচ চালানোর জন্য কল সেন্টারে কাজ করতে হয়েছিল তাঁকে।
সংগ্রামের দিনগুলোর গল্প--- ২ অক্টোবর, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জন্মগ্রহণ করেন হিনা খান। বিনোদন জগতে আসার আগে তিনি ২০০৯ সালে গুরুগ্রামের CCA School of Management থেকে এমবিএ সম্পন্ন করেন। এক সাক্ষাৎকারে হিনা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে নিজের খরচ চালানোর জন্য কল সেন্টারে কাজ করতে হয়েছিল তাঁকে। (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
5/12
২০০৮ সালে হিনা ‘ইন্ডিয়ান আইডল’-এ অডিশন দেন এবং শীর্ষ ৩০-এ পৌঁছান, তবে সেখান থেকে বাদ পড়ে যান। এরপর দিল্লিতে কলেজ জীবনের সময় বন্ধুদের পরামর্শে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের জন্য অডিশন দেন। এই সিদ্ধান্ত বদলে দেয় তাঁর ভাগ্য!
২০০৮ সালে হিনা ‘ইন্ডিয়ান আইডল’-এ অডিশন দেন এবং শীর্ষ ৩০-এ পৌঁছান, তবে সেখান থেকে বাদ পড়ে যান। এরপর দিল্লিতে কলেজ জীবনের সময় বন্ধুদের পরামর্শে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের জন্য অডিশন দেন। এই সিদ্ধান্ত বদলে দেয় তাঁর ভাগ্য! (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
6/12
‘আকশরা’ চরিত্র তাঁকে বানায় সুপারস্টার--- এই শো-তে ‘আকশরা’ চরিত্রে অভিনয় করে রাতারাতি ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন হিনা খান। টানা ৮ বছর এই শো-এর সঙ্গে যুক্ত থাকার পর নতুন সুযোগের খোঁজে সিরিয়ালটি ছেড়ে দেন তিনি।
‘আকশরা’ চরিত্র তাঁকে বানায় সুপারস্টার--- এই শো-তে ‘আকশরা’ চরিত্রে অভিনয় করে রাতারাতি ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন হিনা খান। টানা ৮ বছর এই শো-এর সঙ্গে যুক্ত থাকার পর নতুন সুযোগের খোঁজে সিরিয়ালটি ছেড়ে দেন তিনি। (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
7/12
বিগ বস ও খলনায়িকার চরিত্রে বাজিমাত--- ‘বিগ বস ১১’-এ অংশ নিয়ে হিনা খান আরও জনপ্রিয়তা পান। যদিও তিনি শিল্পা শিন্দের কাছে হেরে যান, তবুও তাঁর ব্যক্তিত্ব ও মিষ্টি গলা দর্শকদের হৃদয় জয় করে নেয়। ‘বিগ বস ১৪’-তে সিনিয়র হিসেবে ফিরে আসেন এবং সেখানেই সিধার্থ শুক্লার সঙ্গে কথোপকথনে প্রথমবার জানান যে মাত্র ৭ বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়েছিলেন।
বিগ বস ও খলনায়িকার চরিত্রে বাজিমাত--- ‘বিগ বস ১১’-এ অংশ নিয়ে হিনা খান আরও জনপ্রিয়তা পান। যদিও তিনি শিল্পা শিন্দের কাছে হেরে যান, তবুও তাঁর ব্যক্তিত্ব ও মিষ্টি গলা দর্শকদের হৃদয় জয় করে নেয়। ‘বিগ বস ১৪’-তে সিনিয়র হিসেবে ফিরে আসেন এবং সেখানেই সিধার্থ শুক্লার সঙ্গে কথোপকথনে প্রথমবার জানান যে মাত্র ৭ বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়েছিলেন। (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
8/12
এরপর একতা কাপুরের জনপ্রিয় শো ‘নাগিন ৫’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেন। পাশাপাশি, ‘কসৌটি জিন্দেগি কি’-তে ‘কমলিকা’ চরিত্রে তাঁর অভিনয়ও দর্শকরা পছন্দ করেন।
এরপর একতা কাপুরের জনপ্রিয় শো ‘নাগিন ৫’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেন। পাশাপাশি, ‘কসৌটি জিন্দেগি কি’-তে ‘কমলিকা’ চরিত্রে তাঁর অভিনয়ও দর্শকরা পছন্দ করেন। (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
9/12
টিভি থেকে বলিউড, হিনা খানের উত্থান--- টেলিভিশনে সাফল্যের পর হিনা খান বলিউডে পা রাখেন ‘হ্যাকড’ ছবির মাধ্যমে। যদিও ছবিটি বক্স অফিসে ভালো পারফর্ম করেনি, তবুও ‘Unlock’ ও ‘Soulmate’-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি নতুন দিগন্ত খুলে দেন। টিভি থেকে বলিউড, হিনা খানের উত্থান--- টেলিভিশনে সাফল্যের পর হিনা খান বলিউডে পা রাখেন ‘হ্যাকড’ ছবির মাধ্যমে। যদিও ছবিটি বক্স অফিসে ভালো পারফর্ম করেনি, তবুও ‘Unlock’ ও ‘Soulmate’-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি নতুন দিগন্ত খুলে দেন।
টিভি থেকে বলিউড, হিনা খানের উত্থান--- টেলিভিশনে সাফল্যের পর হিনা খান বলিউডে পা রাখেন ‘হ্যাকড’ ছবির মাধ্যমে। যদিও ছবিটি বক্স অফিসে ভালো পারফর্ম করেনি, তবুও ‘Unlock’ ও ‘Soulmate’-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি নতুন দিগন্ত খুলে দেন। (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
10/12
সম্প্রতি হিনা খানের অভিনীত ‘Country of Blind’ আমেরিকায় প্রিমিয়ার হয়েছে এবং এই সিনেমা অস্কার লাইব্রেরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্প্রতি হিনা খানের অভিনীত ‘Country of Blind’ আমেরিকায় প্রিমিয়ার হয়েছে এবং এই সিনেমা অস্কার লাইব্রেরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
11/12
ভারতের সবচেয়ে ধনী টিভি অভিনেত্রীদের মধ্যে একজন--- DNAIndia-এর রিপোর্ট অনুযায়ী, হিনা খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫২ কোটি টাকা, যা তাঁকে ভারতের অন্যতম ধনী টেলিভিশন তারকায় পরিণত করেছে।
ভারতের সবচেয়ে ধনী টিভি অভিনেত্রীদের মধ্যে একজন--- DNAIndia-এর রিপোর্ট অনুযায়ী, হিনা খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫২ কোটি টাকা, যা তাঁকে ভারতের অন্যতম ধনী টেলিভিশন তারকায় পরিণত করেছে। (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
12/12
তিনি প্রতি পর্বের জন্য ২ লাখ টাকা পারিশ্রমিক নেন, যা তাঁকে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া টিভি অভিনেত্রীদের তালিকায় নিয়ে গিয়েছে। আগামী প্রকল্প--- খুব শিগগিরই হিনা খানকে ওয়েব সিরিজ ‘কাহার’-এ দেখা যাবে। তাঁর ফ্যানবেস আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে তাঁর নতুন কাজের জন্য!
তিনি প্রতি পর্বের জন্য ২ লাখ টাকা পারিশ্রমিক নেন, যা তাঁকে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া টিভি অভিনেত্রীদের তালিকায় নিয়ে গিয়েছে। আগামী প্রকল্প--- খুব শিগগিরই হিনা খানকে ওয়েব সিরিজ ‘কাহার’-এ দেখা যাবে। তাঁর ফ্যানবেস আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে তাঁর নতুন কাজের জন্য! (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
advertisement
advertisement