মাত্র ৭ বছর বয়সে ঘর ছাড়েন! কাজ নেন কল সেন্টারে, এক পরামর্শ বদলে দেয় ভাগ্য... এখন তিনি টেলিভিশনের ধনী তারকা!
- Published by:Tias Banerjee
Last Updated:
Top TV Star Life Story: টেলিভিশনের শীর্ষ তারকার জীবনকাহিনি: মাত্র ৭ বছর বয়সে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁকে, আর আজ তিনি ভারতের টেলিভিশন জগতের অন্যতম ধনী অভিনেত্রী। ‘বিগ বস’, ‘নাগিন’ ও ‘কসৌটি জিন্দেগি কি’-এর মতো জনপ্রিয় শো-তে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।
টেলিভিশনের শীর্ষ তারকার জীবনকাহিনি: মাত্র ৭ বছর বয়সে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁকে, আর আজ তিনি ভারতের টেলিভিশন জগতের অন্যতম ধনী অভিনেত্রী। ‘বিগ বস’, ‘নাগিন’ ও ‘কসৌটি জিন্দেগি কি’-এর মতো জনপ্রিয় শো-তে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
advertisement
advertisement
সংগ্রামের দিনগুলোর গল্প--- ২ অক্টোবর, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জন্মগ্রহণ করেন হিনা খান। বিনোদন জগতে আসার আগে তিনি ২০০৯ সালে গুরুগ্রামের CCA School of Management থেকে এমবিএ সম্পন্ন করেন। এক সাক্ষাৎকারে হিনা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে নিজের খরচ চালানোর জন্য কল সেন্টারে কাজ করতে হয়েছিল তাঁকে। (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
advertisement
advertisement
বিগ বস ও খলনায়িকার চরিত্রে বাজিমাত--- ‘বিগ বস ১১’-এ অংশ নিয়ে হিনা খান আরও জনপ্রিয়তা পান। যদিও তিনি শিল্পা শিন্দের কাছে হেরে যান, তবুও তাঁর ব্যক্তিত্ব ও মিষ্টি গলা দর্শকদের হৃদয় জয় করে নেয়। ‘বিগ বস ১৪’-তে সিনিয়র হিসেবে ফিরে আসেন এবং সেখানেই সিধার্থ শুক্লার সঙ্গে কথোপকথনে প্রথমবার জানান যে মাত্র ৭ বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়েছিলেন। (Photo courtesy: Instagram@realhinakhan)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি প্রতি পর্বের জন্য ২ লাখ টাকা পারিশ্রমিক নেন, যা তাঁকে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া টিভি অভিনেত্রীদের তালিকায় নিয়ে গিয়েছে। আগামী প্রকল্প--- খুব শিগগিরই হিনা খানকে ওয়েব সিরিজ ‘কাহার’-এ দেখা যাবে। তাঁর ফ্যানবেস আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে তাঁর নতুন কাজের জন্য! (Photo courtesy: Instagram@realhinakhan)