বদলে যাচ্ছেন নায়িকা! এই ভাবে দীপিকাকে আর দেখা যাবে না মুম্বইয়ে

Last Updated:
1/7
• হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি ৷ ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কেমো-র তীরে বসবে দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের বিয়ের আসর ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি ৷ ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কেমো-র তীরে বসবে দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের বিয়ের আসর ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
2/7
• আর তাই পরিবার আর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সঙ্গে মুম্বই ছাড়লেন ‘বাজিরাও-মস্তানি’ ৷ এদিন এয়ারপোর্ট লুকে সকলের মন জয় করেছেন তাঁরা ৷ পরেছিলেন ম্যাচিং করা দুধ সাদা পোশাক ৷ তবে দু’জনের মুখের হাসিই বলে দিচ্ছিল, জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন লভবার্ডস ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• আর তাই পরিবার আর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সঙ্গে মুম্বই ছাড়লেন ‘বাজিরাও-মস্তানি’ ৷ এদিন এয়ারপোর্ট লুকে সকলের মন জয় করেছেন তাঁরা ৷ পরেছিলেন ম্যাচিং করা দুধ সাদা পোশাক ৷ তবে দু’জনের মুখের হাসিই বলে দিচ্ছিল, জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন লভবার্ডস ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
3/7
• মুম্বইয়ের এই দিনটি ছিল স্পেশ্যাল ৷ আইবুড়ো অবস্থায় মুম্বইয়ে কাটানো তাঁর শেষ দিন ৷ তবে এদিনও জিমে গিলেন নিয়মমাফিক ৷ সেখানে গিয়েও কিন্তু সেলফি তুললেন নায়িকা ৷ অবিবাহিত দীপিকার শেষ জিম বলে কথা! ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• মুম্বইয়ের এই দিনটি ছিল স্পেশ্যাল ৷ আইবুড়ো অবস্থায় মুম্বইয়ে কাটানো তাঁর শেষ দিন ৷ তবে এদিনও জিমে গিলেন নিয়মমাফিক ৷ সেখানে গিয়েও কিন্তু সেলফি তুললেন নায়িকা ৷ অবিবাহিত দীপিকার শেষ জিম বলে কথা! ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
4/7
• এয়ারপোর্টে দেখা গেল রণবীরের বাবা-মা আর দিদি ঋত্বিকা ভবনানিকে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• এয়ারপোর্টে দেখা গেল রণবীরের বাবা-মা আর দিদি ঋত্বিকা ভবনানিকে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
5/7
• রণবীর পরেছিলেন সাদা ড্র্যাপারের সঙ্গে সাসা বন্ধগলা জ্যাকেট আর সাদা ড্রপ ক্রচ প্যান্ট ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• রণবীর পরেছিলেন সাদা ড্র্যাপারের সঙ্গে সাসা বন্ধগলা জ্যাকেট আর সাদা ড্রপ ক্রচ প্যান্ট ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
6/7
• আর ব্রাইড-টু-বি দীপিকার পরনে ছিল সাদা সাইড স্লিট স্কার্ট, টার্টেলনেক টপ ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• আর ব্রাইড-টু-বি দীপিকার পরনে ছিল সাদা সাইড স্লিট স্কার্ট, টার্টেলনেক টপ ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
7/7
• বিপুল পরিমাণে লাগেজ গিয়েছে তাঁদের সঙ্গে ৷ দীপবীরের বিয়ে বলে কথা! ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• বিপুল পরিমাণে লাগেজ গিয়েছে তাঁদের সঙ্গে ৷ দীপবীরের বিয়ে বলে কথা! ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
advertisement
advertisement