পর্দায় চুমু হোক বা স্বমেহন সবেতেই কিয়ারা সবার আগে ! দেখে নিন জন্মদিনের কিছু বিশেষ ছবি

Last Updated:
আজ তাঁর জন্মদিন। আজ কিয়ারা ২৭ বছরে পা দিলেন।
1/5
কিয়ারা আডবানি বলিউডে তাঁর প্রথম ছবি করেছিলেন 'ফুগলি'তে। প্রথম ছবিতেও নজর কেড়েছিলেন কিয়ারা। আজ তাঁর জন্মদিন। আজ কিয়ারা ২৭ বছরে পা দিলেন। photo source Instagram
কিয়ারা আডবানি বলিউডে তাঁর প্রথম ছবি করেছিলেন 'ফুগলি'তে। প্রথম ছবিতেও নজর কেড়েছিলেন কিয়ারা। আজ তাঁর জন্মদিন। আজ কিয়ারা ২৭ বছরে পা দিলেন। photo source Instagram
advertisement
2/5
করণ জোহরের 'লাস্ট স্টোরিস'-এ পর্দায় স্বমেহনের দৃশ্যে অভিনয় করেছিলেন কিয়ারা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। সমালোচনার মুখে পড়তে হয়েছিল কিয়ারাকে। photo source Instagram
করণ জোহরের 'লাস্ট স্টোরিস'-এ পর্দায় স্বমেহনের দৃশ্যে অভিনয় করেছিলেন কিয়ারা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। সমালোচনার মুখে পড়তে হয়েছিল কিয়ারাকে। photo source Instagram
advertisement
3/5
সেখানেই থেমে যাননি তিনি। ভাল কাজ করলে তো সমালোচনা হবেই। কিয়ারা 'এম এস ধোনি'-তেও নিজের অভিনয় দিয়ে কেটেছিলেন দর্শকের মনে। photo source Instagram
সেখানেই থেমে যাননি তিনি। ভাল কাজ করলে তো সমালোচনা হবেই। কিয়ারা 'এম এস ধোনি'-তেও নিজের অভিনয় দিয়ে কেটেছিলেন দর্শকের মনে। photo source Instagram
advertisement
4/5
তাঁর সব অভিনয়কে ছাপিয়ে যায় 'কবীর সিং'-এর কাজ। এই ছবিতে শাহিদ কাপুরের সঙ্গে জমিয়ে কাজ করেছেন কিয়ারা। তাঁর অভিনয় দেখে আরো একবার মুগ্ধ হয়েছেন দর্শক। photo source Instagram
তাঁর সব অভিনয়কে ছাপিয়ে যায় 'কবীর সিং'-এর কাজ। এই ছবিতে শাহিদ কাপুরের সঙ্গে জমিয়ে কাজ করেছেন কিয়ারা। তাঁর অভিনয় দেখে আরো একবার মুগ্ধ হয়েছেন দর্শক। photo source Instagram
advertisement
5/5
কিয়ারার জীবনের সবচেয়ে সফল ছবি 'কবীর সিং'। এই ছবিতে শাহিদের সঙ্গে তাঁর চুমুর দৃশ্য  আবারও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আজ জন্মদিনে নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন কিয়ারা। photo source collected
কিয়ারার জীবনের সবচেয়ে সফল ছবি 'কবীর সিং'। এই ছবিতে শাহিদের সঙ্গে তাঁর চুমুর দৃশ্য আবারও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আজ জন্মদিনে নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন কিয়ারা। photo source collected
advertisement
advertisement
advertisement