

• সুশান্ত ও রিয়ার বন্ধু মহেশ শেট্টি। আর তাঁকেই প্রধান সাক্ষী করার কথা ভাবছে বিহার পুলিশ। সেই কারণেই মহেশ শেট্টিকে জিজ্ঞাসাবাদ করে বিহার পুলিশ। আর সেই জিজ্ঞাসাবাদেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। File Image


মহেশ অভিযোগ করেছেন, ‘সুশান্তের ফোনে নজর রাখতেন রিয়া, সুশান্তকে পরিবারের সঙ্গে কথা বলতে দিতেন না।সুশান্তের অফিস স্টাফদের বদলে দেওয়া হয় রিয়ার কথাতেই।’ জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে দাবি করেছেন মহেশ। File Image


• খুব একটা স্পষ্ট করে না বললেও এই বিষয়ে আরও একাধিক তথ্য মহেশ দিয়েছেন বলে জানিয়েছে বিহার পুলিশ। এদিকে সুশান্ত সিং রাজপুতের কাছের বন্ধু সিদ্ধার্থ পিঠানি বান্দ্রা পুলিশের কাছে একটি ই–মেলে দাবি করেছেন রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বয়ান দিতে চাপ দিচ্ছে সুশান্তের পরিবারের লোকেরা। যদিও এই নিয়ে কিছু বলতে চায়নি পুলিশ। File Image


• এদিকে পরিচালক রুমি জাফরির বয়ানও রেকর্ড করল বিহার পুলিশ। রুমি সেখানে জানিয়েছেন, সুশান্ত ও রিয়াকে নিয়ে একটি ছবি করার কথা ভাবছিলেন তিনি। সেই সূত্রেই সুশান্ত ও রিয়ার সঙ্গে কী কথা হয়েছিল, মনে করা হচ্ছে সেটাই খতিয়ে দেখতে চাইছে বিহার পুলিশ। File Image