চোখে, ঠোঁটে, হাঁটুতে আঘাত! সুশান্তকে খুনই করা হয়েছে, ভার্চুয়াল ময়নাতদন্তে দাবি প্রতিরক্ষা মন্ত্রকের চিকিৎসকের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আত্মহত্যা নয় খুন! তাও ১৪ জুন নয়, ১৩ জুন রাতে! সম্প্রতি এমনই দাবি তুললেন প্রতিরক্ষা মন্ত্রকের অর্ডিন্যান্স হাসপাতালের চিকিৎসক মীনাক্ষি মিশ্রা
advertisement
এক ভার্চুয়াল ময়নাতদন্তে অর্ডিন্যান্স হাসপাতালের ডার্মাটোলজিস্ট ডঃ মিশ্রার বিস্ফোরক দাবি, ' যেদিন অভিনেতার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়, তার এক দিন আগেই অভিনেতাকে খুন করা হয়েছে!' অর্থাৎ, তাঁর মতে সুশান্তকে 'খুন' করা হয়েছে ১৩ জুন রাতে। তাঁর দাবির স্বপক্ষে তিনি বেশ কিছু প্রমাণ তুলে ধরেছেন! যেমন-- যখন কেউ আত্মহত্যা করেন, চোখ বাইরে ঠেলে বেরিয়ে আসে, মুখের ভিতর থেকে জিভ বাইরের দিকে বেরিয়ে আসে। কিন্তু সুশান্তের ক্ষেত্রে এমনটা ঘটেনি।
advertisement
advertisement
advertisement
advertisement