নিজের মৃত্যু আঁচ করতে পেরেছিলেন সুশান্ত, দিদি মীতু সিং-কে লিখেছিলেন, 'আমি খুন হব'
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
৮ জুন দিশার মৃত্যুর পরের দিন, অর্থাৎ ৯ জুন দিদি মীতু সিংকে মেসেজ করেন সুশান্ত। সেখানে তিনি স্পষ্ট লিখেছিলেন, কেউ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি ভয় পাচ্ছেন, ওরা তাঁকে মেরে ফেলবে!
সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর সঙ্গে ৮ জুন অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর কি কোনও যোগসূত্র রয়েছে ? আত্মহত্যা করেছিলেন দিশা না কি খুন? না রয়েছে অন্য কোনও চক্রান্ত ? নতুনভাবে তদন্ত শুরু করেছে সিবিআই! মালাডে বহুতলের ১৪ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় দিশার ! সেই সময় পুলিশ দিশার মৃত্যুকে আত্মহত্যা বলে কেস বন্ধ করে দিয়েছিলেন! কিন্তু সুশান্তের মৃত্যু তদন্ত চলাকালীন সন্দেহের গন্ধ পায় সিবিআই, ফের একবার খোলা হয় দিশার মৃত্যুর বন্ধ মামলা...
advertisement
advertisement
টাইমস নাও-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, দিশার মৃত্যুর পর রিয়ার সঙ্গে যোগাযোগ করতে মরিয়া হয়ে উঠেছিলেন সুশান্ত। কিন্তু রিয়া ততক্ষণে সুশান্তের ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছেন, ফোন নাম্বারও ব্লক করে দিয়েছেন। জানা যায়, রিয়াকে ফোনে না পেয়ে শৌভিককেও ফোন করেন সুশান্ত, কিন্তু রিয়ার সঙ্গে তাঁর আর কথা বলা হয় না!
advertisement
advertisement
অন্যদিকে, প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, মৃত্যুর ঠিক আগে জুহুতে একটি পার্টিতে গিয়েছিলেন দিশা, আর সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়! জুহুর পার্টিতে ৪ জন মিলে গণধর্ষণ করে দিশার। এতটাই জোড়ে গান চালানো হয়েছিল, যে দিশার আর্ত চিৎকার চাপা পড়ে যায়। প্রত্যক্ষদর্শী আরও জানান, পার্টিতে মোট ৬ জন উপস্থিত ছিলেন। পার্টির মাঝেই দিশা সুশান্তকে ফোন করে সব কথা জানান। পার্টিতে উপস্থিত ৬ জনের মধ্যে ছিলেন দিশার বন্ধু রোহন রাই-ও।
advertisement
দিশার মৃত্যুর পর থেকেই মুখ কুলেপ এঁটেছেন রোহন রাই। সমস্তকিছু জানার পরও রোহন কেন মুখ খুলছেন না ? সম্প্রতি এই প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক নীতিশ রানে। পাশাপাশি রোহনকে সিবিআইয়ের জিজ্ঞাসা করা উচিত বলেও তাঁর দাবি। দিশার মৃত্যুর সঙ্গে সুশান্তের মৃত্যুর যোগ রয়েছে বলে মনে করেন নীতিশ। নিরাপত্তার কারণেই হয়তো ভয়ে মুখ খুলছেন না রোহন, কাজেই তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া উচিত বলেও দাবি বিজেপি বিধায়কের।