আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে সুশান্ত গুগলে খুঁজছিলেন কী ভাবে যন্ত্রণাবিহীন মৃত্যু সম্ভব

Last Updated:
তবে সম্প্রতি পুলিশ জানতে পেরেছে শুধু নিজের ও দিশার সম্বন্ধেই নয়, সুশান্ত গুগল সার্চ করেছিলেন কী ভাবে যন্ত্রণাহীন মৃত্যু হতে পারে
1/4
• সুশান্তের মৃত্যুর পর থেকেই সামনে এসেছিল সুশান্তের গুগল সার্চ ও ইন্টারনেটের হিস্ট্রির তথ্য ৷ সেখানে দেখা গিয়েছিল, মৃত্যুর দু’দিন আগে থেকেই ইন্টারনেটে সুশান্ত সার্চ করছিলেন তাঁকে নিয়ে লেখা নানা খবর ৷
• সুশান্তের মৃত্যুর পর থেকেই সামনে এসেছিল সুশান্তের গুগল সার্চ ও ইন্টারনেটের হিস্ট্রির তথ্য ৷ সেখানে দেখা গিয়েছিল, মৃত্যুর দু’দিন আগে থেকেই ইন্টারনেটে সুশান্ত সার্চ করছিলেন তাঁকে নিয়ে লেখা নানা খবর ৷
advertisement
2/4
• জানা গিয়েছে, সঙ্গে তিনি সার্চ করছিলেন তাঁর এক্স ম্যানেজার দিশাকে নিয়েও নানা তথ্য ৷ তাঁর মৃত্যুর কিছুদিন আগেই আত্মহত্যা করেছিলেন যিনি । তাঁর মৃত্যুর সঙ্গে নাকি নিজের নাম জড়িয়ে যাওয়া নিয়ে অস্বস্তিতে ছিলেন সুশান্ত । তবে সম্প্রতি দিশার মা দাবি করেছেন, তাঁর মেয়ের মৃত্যুর সঙ্গে সুশান্তের আত্মহত্যার কোনও সম্পর্ক নেই ।
• জানা গিয়েছে, সঙ্গে তিনি সার্চ করছিলেন তাঁর এক্স ম্যানেজার দিশাকে নিয়েও নানা তথ্য ৷ তাঁর মৃত্যুর কিছুদিন আগেই আত্মহত্যা করেছিলেন যিনি । তাঁর মৃত্যুর সঙ্গে নাকি নিজের নাম জড়িয়ে যাওয়া নিয়ে অস্বস্তিতে ছিলেন সুশান্ত । তবে সম্প্রতি দিশার মা দাবি করেছেন, তাঁর মেয়ের মৃত্যুর সঙ্গে সুশান্তের আত্মহত্যার কোনও সম্পর্ক নেই ।
advertisement
3/4
• তবে সম্প্রতি পুলিশ জানতে পেরেছে শুধু নিজের ও দিশার সম্বন্ধেই নয়, সুশান্ত গুগল সার্চ করেছিলেন কী ভাবে যন্ত্রণাহীন মৃত্যু হতে পারে। তাহলে কি আত্মহত্যার পথ খুঁজছিলেন তিনি!
• তবে সম্প্রতি পুলিশ জানতে পেরেছে শুধু নিজের ও দিশার সম্বন্ধেই নয়, সুশান্ত গুগল সার্চ করেছিলেন কী ভাবে যন্ত্রণাহীন মৃত্যু হতে পারে। তাহলে কি আত্মহত্যার পথ খুঁজছিলেন তিনি!
advertisement
4/4
• শুধু তাই নয়, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার নিয়েও সার্ট করেছিলেন তিনি ।
• শুধু তাই নয়, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার নিয়েও সার্ট করেছিলেন তিনি ।
advertisement
advertisement
advertisement