• কী যোগ রয়েছে এই দুই মৃত্যুতে? সেই প্রশ্ন উঠছে বারবার । সুশান্তের মৃত্যুর মাত্র ৬ দিন আগে নিজের বাড়ির ব্যালকনি থেকে নীচে পড়ে মৃত্যু হয় দিশার । সেই মৃত্যু খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে সংশয় থেকে গিয়েছে এখনও । মুম্বই পুলিশ দিশার মৃত্যুর তদন্তে নেমেছে ।