‘সবসময় ভয় পেতেন, বাঁচতে চাইতেন না সুশান্ত’, চিকিৎসকের দাবি পুলিশের কাছে
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে একের পর এক নতুন তত্ত্ব উঠে আসছে।
advertisement
advertisement
• তখন সুশান্ত হিন্দুজা হেলথ কেয়ার হাসপাতালের বিশেষ কেবিনে ভর্তি ছিলেন। সেই সময়ে চিকিৎসকে সুশান্ত বলেন, তাঁর ঘুম হচ্ছে না, এবং খেতে ইচ্ছা করছে না। জীবনের কিছুই তাঁর পছন্দ হচ্ছিল না। তিনি আর বাঁচতে চান না। সবসময় কিছুর একটা ভয় তাঁকে তাড়া করে বেড়ায়। চিকিৎসক জানিয়েছেন, তাঁর মনে হয়েছিল গভীর অবসাদ ও অ্যাংজাইটিতে ভুগছেন সুশান্ত।
advertisement
advertisement
• চিকিৎসক জানিয়েছেন, সুশান্তের কথা শুনেই স্পষ্ট হয়েছিল, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। কিন্তু কেন এই ঘটনা ঘটছিল তাঁর জীবনে, সেটা স্পষ্ট হয়নি। একাধিক ভিটামিন ও থাইরয়েডের ঘাটতির কারণে অনেকসময় অবসাদ তৈরি হয়। হিমোগ্লোবিনের অভাবেও তা হতে পারে। সেই সময়ে সুশান্তকে চিকিৎসক জিজ্ঞাসা করেন, 'তিনি কি আত্মহত্যাপ্রবণ হয়ে পড়ছেন', সুশান্ত বলেছিলেন, 'না।'