হোম » ছবি » বিনোদন » এপ্রিল পর্যন্ত দিশার সঙ্গে যোগাযোগ ছিল সুশান্তের, ফাঁস হয়ে গেল চ্যাট!
এপ্রিল পর্যন্ত দিশার সঙ্গে যোগাযোগ ছিল সুশান্তের, ফাঁস হয়ে গেল তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাট!
Bangla Editor
1/ 5
• সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে বারবারই রহস্য দানা বেঁধেছে । কারও মৃত্যুজট এখনও খোলা সম্ভব হয়নি । তবে তাঁদের মৃত্যুর মধ্যে যোগ রয়েছে বলে শোনা গিয়েছে ।
2/ 5
• দিশার মৃত্যুর ঠিক ৫ দিন পর মৃত্যু হয় সুশান্তের । ১৪ তলার উপর থেকে পড়ে গিয়ে মারা যান দিশা । এরপর বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুশান্তের । খুন না আত্মহত্যা? দু’টি মৃত্যুতেই রয়েছে হাজারও প্রশ্ন ।
3/ 5
• তবে এর আগে দিশার পরিবার দাবি করেছিল, দু’টি মৃত্যুর মধ্যে কোনও সম্পর্ক নেই । তাঁদের মেয়ে আর সুশান্তের মৃত্যুকে এক সুতোয় গাঁথার যে চেষ্টা চলছে তা ভ্রান্ত ।
4/ 5
• সম্প্রতি সামনে এসেছে, দিশা আর সুশান্তের কিছু কথোপকথন । হোয়াটসঅ্যাপ চ্যাটের ওই স্ক্রিনশটগুলি থেকে বোঝা যাচ্ছে এপ্রিল মাস পর্যন্ত সুশান্ত-দিশার যথেষ্ট ভাল যোগাযোগ ছিল।
5/ 5
• দু’জনেই কাজের ব্যাপারে কথা বলেছেন । পাবজি ও একটি এডিবল অয়েলের বিজ্ঞাপন নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে ।
এপ্রিল পর্যন্ত দিশার সঙ্গে যোগাযোগ ছিল সুশান্তের, ফাঁস হয়ে গেল তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাট!
• সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে বারবারই রহস্য দানা বেঁধেছে । কারও মৃত্যুজট এখনও খোলা সম্ভব হয়নি । তবে তাঁদের মৃত্যুর মধ্যে যোগ রয়েছে বলে শোনা গিয়েছে ।
এপ্রিল পর্যন্ত দিশার সঙ্গে যোগাযোগ ছিল সুশান্তের, ফাঁস হয়ে গেল তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাট!
• দিশার মৃত্যুর ঠিক ৫ দিন পর মৃত্যু হয় সুশান্তের । ১৪ তলার উপর থেকে পড়ে গিয়ে মারা যান দিশা । এরপর বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুশান্তের । খুন না আত্মহত্যা? দু’টি মৃত্যুতেই রয়েছে হাজারও প্রশ্ন ।
এপ্রিল পর্যন্ত দিশার সঙ্গে যোগাযোগ ছিল সুশান্তের, ফাঁস হয়ে গেল তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাট!
• তবে এর আগে দিশার পরিবার দাবি করেছিল, দু’টি মৃত্যুর মধ্যে কোনও সম্পর্ক নেই । তাঁদের মেয়ে আর সুশান্তের মৃত্যুকে এক সুতোয় গাঁথার যে চেষ্টা চলছে তা ভ্রান্ত ।
এপ্রিল পর্যন্ত দিশার সঙ্গে যোগাযোগ ছিল সুশান্তের, ফাঁস হয়ে গেল তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাট!
• সম্প্রতি সামনে এসেছে, দিশা আর সুশান্তের কিছু কথোপকথন । হোয়াটসঅ্যাপ চ্যাটের ওই স্ক্রিনশটগুলি থেকে বোঝা যাচ্ছে এপ্রিল মাস পর্যন্ত সুশান্ত-দিশার যথেষ্ট ভাল যোগাযোগ ছিল।