Bollywood Superhit Songs: ফুলশয্যার রাত নিয়ে তৈরি বলিউডের সুপারহিট এই গান! ২৬ বছর পেরোলেও আজও একইরকম আবেদনে ভরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Superhit Songs: বলিউডের গান সকলকে ভীষণভাবে নাড়া দেয়, সকলেই
: হিন্দি সিনেমা আর ফিল্ম সং- দুটোই পাশাপাশি হাত ধরে হাঁটে৷ এ পর্যন্ত এমন অনেক গান হয়েছে, যা বছরের পর বছর ধরে মানুষের প্রিয় হয়ে আছে। এই গানগুলির কিছু সুর ও কথা মানুষের মনে গেঁথে যায়। ১৯৯৮ সালের 'দিল সে' ছবিতে বিয়ের রাতে চিত্রায়িত এই রকম একটি গান ছিল, যেটি লিখেছেন 'গুলজার'। ফুলশয্যার রাতের প্রথম অনুভূতি ফুটে উঠেছিল ছত্রে ছত্রে৷
advertisement
advertisement
advertisement
শুধু এই গানের কথাই নয়, এর মিউজিকও হৃদয় ছুঁয়ে যাওয়া। গুলজার নিজেই এই গানটি সম্পর্কে বলেছিলেন, গুলজারের গান নিয়ে একটি বই লিখেছেন অনুবাদক 'নাসরিন মুন্নি কবীর'-র আলাপচারিতায় বলেছেন, 'এই গানটি লেখার উদ্দেশ্য ছিল বিয়ের রাতে কনের অনুভূতি জানানো হয়েছে। পর্দায় প্রকাশ করতে চেয়েছিলেন। কিন্তু তাতে অশ্লীল বা যৌন উস্কানিমূলক একটা শব্দও ছিল না। (Photo Courtesy-Youtube/Printshot)
advertisement
advertisement
advertisement