• বলিউডের নেক্সট জেন তৈরি ৷ একের পর এক বড় পর্দায় ডেবিউ করছেন স্টার কিডরা ৷ শ্রীদেবীকন্যা জাহ্নবী, সইফকন্যা সারা ইতিমধ্যেউই সাড়া ফেলেছেন ৷ লাইনে রয়েছেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা আর সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুরও ৷ আর শাহরুখকন্যা সুনাহার দিকে তো তাকিয়ে রয়েছে গোটা দেশ ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
• আগেই সুহানা জানিয়েছিলেন, অভিনেত্রী হওয়াই তাঁর জীবনের স্বপ্ন ৷ এর আগে স্কুলের অনুষ্ঠানে সুহানার ‘দ্য টেম্পসেট’ দেখে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন সমালোচকরাও ৷ সেখানে জুলিয়েটের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি ৷ মেয়ের সেই অভিনয় দেখার জন্য লন্ডনে উড়ে গিয়েছিলেন স্বয়ং এসআরকে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷