চুপিচুপি প্রথম ছবির জন্য শুটিং শুরু করলেন সুহানা, কোন সিনেমা?

Last Updated:
1/5
• বলিউডের নেক্সট জেন তৈরি ৷ একের পর এক বড় পর্দায় ডেবিউ করছেন স্টার কিডরা ৷ শ্রীদেবীকন্যা জাহ্নবী, সইফকন্যা সারা ইতিমধ্যেউই সাড়া ফেলেছেন ৷ লাইনে রয়েছেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা আর সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুরও ৷ আর শাহরুখকন্যা সুনাহার দিকে তো তাকিয়ে রয়েছে গোটা দেশ ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• বলিউডের নেক্সট জেন তৈরি ৷ একের পর এক বড় পর্দায় ডেবিউ করছেন স্টার কিডরা ৷ শ্রীদেবীকন্যা জাহ্নবী, সইফকন্যা সারা ইতিমধ্যেউই সাড়া ফেলেছেন ৷ লাইনে রয়েছেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা আর সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুরও ৷ আর শাহরুখকন্যা সুনাহার দিকে তো তাকিয়ে রয়েছে গোটা দেশ ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
2/5
• এতদিন পর্যন্ত শুধুই কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ তবে সুহানার ডেবিউ ছবি নিয়ে চূড়ান্ত কোনও খবর পাওয়া যায়নি এতদিন ৷ এবার একেবারে তাঁর শুটিংয়ের ছবি এল সামনে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• এতদিন পর্যন্ত শুধুই কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ তবে সুহানার ডেবিউ ছবি নিয়ে চূড়ান্ত কোনও খবর পাওয়া যায়নি এতদিন ৷ এবার একেবারে তাঁর শুটিংয়ের ছবি এল সামনে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
3/5
• হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বেশ কিছু ছবি ৷ সেখানেই দেখা যাচ্ছে বাদশাহের মেয়ে ব্যস্ত ছবির শুটিংয়ে ৷ তার মানে কি শুরু হয়ে গেল বড় পর্দায় পা রাখার প্রস্তুতি ? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বেশ কিছু ছবি ৷ সেখানেই দেখা যাচ্ছে বাদশাহের মেয়ে ব্যস্ত ছবির শুটিংয়ে ৷ তার মানে কি শুরু হয়ে গেল বড় পর্দায় পা রাখার প্রস্তুতি ? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
4/5
• কোন ছবি? ছবির নাম কী? কোন পরিচালক ? নাহ! এসব কিছুই জানা যায়নি ৷ শুধু এটুকু জানা গিয়েছে এটি একটি শর্ট ফিল্ম ৷ ছবিতে দেখা গিয়েছে সহ-অভিনেতার সঙ্গে একটি গাড়ির মধ্যে শুট করছেন তিনি ৷ আশেপাশের পরিবেশ একটি ভাঙাচোরা গ্যারাজের মতো ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• কোন ছবি? ছবির নাম কী? কোন পরিচালক ? নাহ! এসব কিছুই জানা যায়নি ৷ শুধু এটুকু জানা গিয়েছে এটি একটি শর্ট ফিল্ম ৷ ছবিতে দেখা গিয়েছে সহ-অভিনেতার সঙ্গে একটি গাড়ির মধ্যে শুট করছেন তিনি ৷ আশেপাশের পরিবেশ একটি ভাঙাচোরা গ্যারাজের মতো ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
5/5
• আগেই সুহানা জানিয়েছিলেন, অভিনেত্রী হওয়াই তাঁর জীবনের স্বপ্ন ৷ এর আগে স্কুলের অনুষ্ঠানে সুহানার ‘দ্য টেম্পসেট’ দেখে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন সমালোচকরাও ৷ সেখানে জুলিয়েটের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি ৷ মেয়ের সেই অভিনয় দেখার জন্য লন্ডনে উড়ে গিয়েছিলেন স্বয়ং এসআরকে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• আগেই সুহানা জানিয়েছিলেন, অভিনেত্রী হওয়াই তাঁর জীবনের স্বপ্ন ৷ এর আগে স্কুলের অনুষ্ঠানে সুহানার ‘দ্য টেম্পসেট’ দেখে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন সমালোচকরাও ৷ সেখানে জুলিয়েটের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি ৷ মেয়ের সেই অভিনয় দেখার জন্য লন্ডনে উড়ে গিয়েছিলেন স্বয়ং এসআরকে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
advertisement
advertisement