Bollywood star kids : সুহানা-অনন্যা-শানায়া! খোলামেলা পোশাকে ধরা দিলেন মুম্বইয়ের রাস্তায়! পারদ চড়ল মুহূর্তে

Last Updated:
Bollywood star kids : শৈশবের তিন বন্ধু এখন বলিউডের ডিভা। সম্প্রতি মুম্বইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন সুহানা খান, অনন্যা পান্ডে ও শানায়া কাপুর।
1/11
শৈশবের তিন বন্ধু এখন বলিউডের ডিভা। সম্প্রতি মুম্বইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন সুহানা খান, অনন্যা পান্ডে ও শানায়া কাপুর। একসঙ্গে তিন সুন্দরীকে দেখে আলোড়ন নেটি দুনিয়ায়।
শৈশবের তিন বন্ধু এখন বলিউডের ডিভা। সম্প্রতি মুম্বইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন সুহানা খান, অনন্যা পান্ডে ও শানায়া কাপুর। একসঙ্গে তিন সুন্দরীকে দেখে আলোড়ন নেটি দুনিয়ায়।
advertisement
2/11
একেবারের জন্মের পর থেকেই বলিউডের এই তিন স্টারকিডস বন্ধু। এদের মধ্যে সবচেয়ে খুদে সুহানা।
একেবারের জন্মের পর থেকেই বলিউডের এই তিন স্টারকিডস বন্ধু। এদের মধ্যে সবচেয়ে খুদে সুহানা।
advertisement
3/11
অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা এখন বলিউডের নতুন প্রজন্মের ডিভা।
অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা এখন বলিউডের নতুন প্রজন্মের ডিভা।
advertisement
4/11
শকুন বাত্রার পরিচালনায় গেহেরাইয়া ছবিতে অনন্যার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।
শকুন বাত্রার পরিচালনায় গেহেরাইয়া ছবিতে অনন্যার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।
advertisement
5/11
অনন্যা তাঁর সৌন্দর্য ও স্টাইলেও কুপোকাত করেছে নেটিজেনদের।
অনন্যা তাঁর সৌন্দর্য ও স্টাইলেও কুপোকাত করেছে নেটিজেনদের।
advertisement
6/11
শাহরুখ কন্যা সুহানা। এখনও বলিউডে অভিনয় শুরু করেননি। কিন্তু এর মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন।
শাহরুখ কন্যা সুহানা। এখনও বলিউডে অভিনয় শুরু করেননি। কিন্তু এর মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন।
advertisement
7/11
সম্প্রতি লাল রঙের এই শাড়িতে এক বিয়ে বাড়িতে গিয়েছিলেন সুহানা।
সম্প্রতি লাল রঙের এই শাড়িতে এক বিয়ে বাড়িতে গিয়েছিলেন সুহানা।
advertisement
8/11
সুহানা খান ইতিমধ্যেই তাঁর ফ্যাশনিস্তা অবতারে নেটিজেনদের মুগ্ধ করেছেন।
সুহানা খান ইতিমধ্যেই তাঁর ফ্যাশনিস্তা অবতারে নেটিজেনদের মুগ্ধ করেছেন।
advertisement
9/11
অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরও এখন টক অফ দ্য টাউন।
অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরও এখন টক অফ দ্য টাউন।
advertisement
10/11
করণ জোহরের প্রযোজিত ছবিতে অভিনয় করেই বলিউডে হাতেখড়ি হতে চলেছে শানায়ার।
করণ জোহরের প্রযোজিত ছবিতে অভিনয় করেই বলিউডে হাতেখড়ি হতে চলেছে শানায়ার।
advertisement
11/11
শানায়া ইতিমধ্যেই তাঁর ডান্স স্কিলের মাধ্যমে নেটিজেনদের মুগ্ধ করেছেন।
শানায়া ইতিমধ্যেই তাঁর ডান্স স্কিলের মাধ্যমে নেটিজেনদের মুগ্ধ করেছেন।
advertisement
advertisement
advertisement