ডিপ্রেশন এবং উত্তেজনা থেকে নিমেষে মিলবে মুক্তি; কয়েক দশক ধরে ভক্তদের মনে রাজত্ব করছে এই ৫ গান

Last Updated:
যাঁরা ডিপ্রেশনের সমস্যায় ভুগছেন, বলিউডি ছবির এই গানগুলি তাঁদের সেই সমস্যা থেকে মুক্তি দেবে।
1/6
রাগ আর তাল শুধু সঙ্গীতেই সীমিত নয়। আসলে বিদ্বান বা পণ্ডিতরা বলেন যে, ভারতের রক্ত-মজ্জায় মিশে রয়েছে রাগ এবং তাল। আবার বলা যায় যে, ভারত রাগ আর তালের দেশ। আসলে এখানে সঙ্গীত ছাড়াও জীবনের প্রতিটি বিষয়ে সুর, ছন্দ, লয় খুঁজে পাওয়া যায়। আর সঙ্গীতের কথা এতটাই সুন্দর, যা শুনে একজন রুগ্ন মানুষ পর্যন্ত চাঙ্গা হয়ে উঠতে পারেন। এমনকী বহু জায়গায় চিকিৎসার জন্য মিউজিক থেরাপি পর্যন্ত ব্যবহার করা হয়। রাগের ঝঙ্কার যখন মনে গভীর প্রভাব তৈরি করে, তখন মেজাজটাও বদলে যায়। আহির ভৈরব রাগাশ্রয়ী গানের মাধ্যমে ডিপ্রেশন এবং উত্তেজনা থেকে মুক্তি মিলতে পারে। যাঁরা ডিপ্রেশনের সমস্যায় ভুগছেন, বলিউডি ছবির এই গানগুলি তাঁদের সেই সমস্যা থেকে মুক্তি দেবে।
রাগ আর তাল শুধু সঙ্গীতেই সীমিত নয়। আসলে বিদ্বান বা পণ্ডিতরা বলেন যে, ভারতের রক্ত-মজ্জায় মিশে রয়েছে রাগ এবং তাল। আবার বলা যায় যে, ভারত রাগ আর তালের দেশ। আসলে এখানে সঙ্গীত ছাড়াও জীবনের প্রতিটি বিষয়ে সুর, ছন্দ, লয় খুঁজে পাওয়া যায়। আর সঙ্গীতের কথা এতটাই সুন্দর, যা শুনে একজন রুগ্ন মানুষ পর্যন্ত চাঙ্গা হয়ে উঠতে পারেন। এমনকী বহু জায়গায় চিকিৎসার জন্য মিউজিক থেরাপি পর্যন্ত ব্যবহার করা হয়। রাগের ঝঙ্কার যখন মনে গভীর প্রভাব তৈরি করে, তখন মেজাজটাও বদলে যায়। আহির ভৈরব রাগাশ্রয়ী গানের মাধ্যমে ডিপ্রেশন এবং উত্তেজনা থেকে মুক্তি মিলতে পারে। যাঁরা ডিপ্রেশনের সমস্যায় ভুগছেন, বলিউডি ছবির এই গানগুলি তাঁদের সেই সমস্যা থেকে মুক্তি দেবে।
advertisement
2/6
আলবেলা সজন আয়ো রে (Albela Sajan Aayo Re): সলমন খান এবং ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত সুপারহিট ছবি ‘হম দিল দে চুকে সনম’-এর মনোগ্রাহী গান এটি। ভক্তদের মন ছুঁয়ে গিয়েছিল শঙ্কর মহাদেবন এবং কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া গানটি। আহির ভৈরব রাগাশ্রয়ী সেরা গান এটি। এমনকী এই গানের কলি আর সুর কানে গেলেই যেন মনটা নেচে ওঠে।
আলবেলা সজন আয়ো রে (Albela Sajan Aayo Re): সলমন খান এবং ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত সুপারহিট ছবি ‘হম দিল দে চুকে সনম’-এর মনোগ্রাহী গান এটি। ভক্তদের মন ছুঁয়ে গিয়েছিল শঙ্কর মহাদেবন এবং কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া গানটি। আহির ভৈরব রাগাশ্রয়ী সেরা গান এটি। এমনকী এই গানের কলি আর সুর কানে গেলেই যেন মনটা নেচে ওঠে।
advertisement
3/6
পুছো না ক্যায়সে ম্যায় (Poochho Na Kaise Maine): ‘মেরি সুরত তেরি আঁখে’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৩ সালে। আহির ভৈরব রাগের উপর ভিত্তি করে তৈরি গানটি অগণিত ভক্তের মন জয় করতে সক্ষম হয়েছিল। ষাট বছর পরেও ভক্তদের মনের মণিকোঠায় জ্বলজ্বল করছে গানটি। ছবির তুলনায় গানটি মানুষের পছন্দ হয়েছে।
পুছো না ক্যায়সে ম্যায় (Poochho Na Kaise Maine): ‘মেরি সুরত তেরি আঁখে’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৩ সালে। আহির ভৈরব রাগের উপর ভিত্তি করে তৈরি গানটি অগণিত ভক্তের মন জয় করতে সক্ষম হয়েছিল। ষাট বছর পরেও ভক্তদের মনের মণিকোঠায় জ্বলজ্বল করছে গানটি। ছবির তুলনায় গানটি মানুষের পছন্দ হয়েছে।
advertisement
4/6
কা করুঁ সজনি (Ka Karoon Sajni): ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্বামী’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল শাবানা আজমি, গিরীশ কারনাড এবং উৎপল দত্ত। বাসু চট্টোপাধ্যায় পরিচালিত ছবিটির ‘কা করুঁ সজনি’ গানটি একসময় ট্রেন্ড তৈরি করেছিল। এই গানটি শুনলে অনায়াসে দূরে পালাবে ডিপ্রেশন এবং উত্তেজনা। এমনকী এর উন্মাদনা দীর্ঘ ৪৫ বছর পরেও ভক্তদের মনে তরতাজা।
কা করুঁ সজনি (Ka Karoon Sajni): ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্বামী’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল শাবানা আজমি, গিরীশ কারনাড এবং উৎপল দত্ত। বাসু চট্টোপাধ্যায় পরিচালিত ছবিটির ‘কা করুঁ সজনি’ গানটি একসময় ট্রেন্ড তৈরি করেছিল। এই গানটি শুনলে অনায়াসে দূরে পালাবে ডিপ্রেশন এবং উত্তেজনা। এমনকী এর উন্মাদনা দীর্ঘ ৪৫ বছর পরেও ভক্তদের মনে তরতাজা।
advertisement
5/6
অব তেরে বিন জি লেঙ্গে হম (Ab Tere Bin Jee Lenge Hum): ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল ‘আশিকি’। আর তার পরেই গানের জগতে রীতিমতো আমূল পরিবর্তন এসেছিল। গানের জন্য সুপারহিট বলে প্রমাণিত হয়েছিল ছবিটি। দ্বিতীয় বার রিমেকের পরেও বক্স অফিসে ঝড় তুলেছিল ‘আশিকি’। আহির ভৈরব রাগের উপর ভিত্তি করে তৈরি ‘অব তেরে বিন জি লেঙ্গে হম’ গানটি ভক্তদের মনে বিশেষ স্থান লাভ করেছিল।
অব তেরে বিন জি লেঙ্গে হম (Ab Tere Bin Jee Lenge Hum): ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল ‘আশিকি’। আর তার পরেই গানের জগতে রীতিমতো আমূল পরিবর্তন এসেছিল। গানের জন্য সুপারহিট বলে প্রমাণিত হয়েছিল ছবিটি। দ্বিতীয় বার রিমেকের পরেও বক্স অফিসে ঝড় তুলেছিল ‘আশিকি’। আহির ভৈরব রাগের উপর ভিত্তি করে তৈরি ‘অব তেরে বিন জি লেঙ্গে হম’ গানটি ভক্তদের মনে বিশেষ স্থান লাভ করেছিল।
advertisement
6/6
সোলাহ বরস কি (Solah Baras Ki): ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক দুজে কে লিয়ে’ ছবির গান বহু বছর ধরে লোকের মুখে মুখে ফিরত। ‘সোলাহ বরস কি বালি উমর কো সালাম’ কামাল করেছিল গোটা দেশে। আহির ভৈরব রাগাশ্রয়ী এই গান প্রায় চার দশক ধরে বলিউডে রাজত্ব করেছে।
সোলাহ বরস কি (Solah Baras Ki): ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক দুজে কে লিয়ে’ ছবির গান বহু বছর ধরে লোকের মুখে মুখে ফিরত। ‘সোলাহ বরস কি বালি উমর কো সালাম’ কামাল করেছিল গোটা দেশে। আহির ভৈরব রাগাশ্রয়ী এই গান প্রায় চার দশক ধরে বলিউডে রাজত্ব করেছে।
advertisement
advertisement
advertisement