IN PICS: ক্যান্সারে আক্রান্ত বলি-ডিভা সোনালি বেন্দ্রে, হতবাক বলি পাড়া

Last Updated:
1/10
বুধবার গোটা দুনিয়ার সামনে এমন এক খবর রেখে দিলেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে, যা কিনা চমকে দেওয়ার জন্য যথেষ্ট ৷ এক ট্যুইটেই জীবনের অধ্যায়ে এক বেঁচে থাকার লড়াইয়ের গল্প লিখে দিলেন সোনালি ৷ হ্যাঁ, তিনি ক্যান্সারে আক্রান্ত ৷ (Photo: Instagram)
বুধবার গোটা দুনিয়ার সামনে এমন এক খবর রেখে দিলেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে, যা কিনা চমকে দেওয়ার জন্য যথেষ্ট ৷ এক ট্যুইটেই জীবনের অধ্যায়ে এক বেঁচে থাকার লড়াইয়ের গল্প লিখে দিলেন সোনালি ৷ হ্যাঁ, তিনি ক্যান্সারে আক্রান্ত ৷ (Photo: Instagram)
advertisement
2/10
ট্যুইটে সোনালি লিখলেন, ‘যখন আপনি জীবন থেকে নতুন কোনও কিছু আর আশা করেন না, ঠিক তখনই জীবন আপনার দিকে এমন এক প্রশ্ন ছুঁড়ে দেয়, যা কিনা আপনাকে হতবাক করে দেয় ৷ এরকমই ঘটল আমার সঙ্গে ৷ ক্যানসারে আক্রান্ত আমি ৷' (Photo: Reuters)
ট্যুইটে সোনালি লিখলেন, ‘যখন আপনি জীবন থেকে নতুন কোনও কিছু আর আশা করেন না, ঠিক তখনই জীবন আপনার দিকে এমন এক প্রশ্ন ছুঁড়ে দেয়, যা কিনা আপনাকে হতবাক করে দেয় ৷ এরকমই ঘটল আমার সঙ্গে ৷ ক্যানসারে আক্রান্ত আমি ৷' (Photo: Reuters)
advertisement
3/10
পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা আমার পাশে দাঁড়িয়েছে।এজন্য আমি ধন্য ও তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ’। (Photo Collected)
পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা আমার পাশে দাঁড়িয়েছে।এজন্য আমি ধন্য ও তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ’। (Photo Collected)
advertisement
4/10
সম্প্রতি একটি টেলিভিশন শোয়ের বিচারকের আসনে তাঁকে দেখা গিয়েছিল ৷ (Photo Collected)
সম্প্রতি একটি টেলিভিশন শোয়ের বিচারকের আসনে তাঁকে দেখা গিয়েছিল ৷ (Photo Collected)
advertisement
5/10
বেশ কয়েক বছর ধরে বলিউডে দাপিয়ে অভিনয় করেছেন সোনালি ৷ সুন্দরী সোনালির ফ্যান ফলোয়িংও ছিল প্রচুর ৷ এক সময় তো দেশ-বিদেশের পুরুষদের বুকে ঝড় তুলেছিলেন সোনালি বেন্দ্রে ৷  (Photo collected)
বেশ কয়েক বছর ধরে বলিউডে দাপিয়ে অভিনয় করেছেন সোনালি ৷ সুন্দরী সোনালির ফ্যান ফলোয়িংও ছিল প্রচুর ৷ এক সময় তো দেশ-বিদেশের পুরুষদের বুকে ঝড় তুলেছিলেন সোনালি বেন্দ্রে ৷ (Photo collected)
advertisement
6/10
স্টারডাস্টের ট্যালেন্ট হান্ট শো থেকেই নজর কেড়েছিলেন সোনালি বেন্দ্রে ৷ তারপর ১৯৯৪ সালে গোবিন্দার সঙ্গে জুটি বেঁধে ‘আগ’ ছবি৷ প্রথম ছবিতে অভিনয় করেই, ফিল্ম ফেয়ারে সেরা ডেবিউয়ের পুরস্কারও পান সোনালি ৷ (Photo Collected)
স্টারডাস্টের ট্যালেন্ট হান্ট শো থেকেই নজর কেড়েছিলেন সোনালি বেন্দ্রে ৷ তারপর ১৯৯৪ সালে গোবিন্দার সঙ্গে জুটি বেঁধে ‘আগ’ ছবি৷ প্রথম ছবিতে অভিনয় করেই, ফিল্ম ফেয়ারে সেরা ডেবিউয়ের পুরস্কারও পান সোনালি ৷ (Photo Collected)
advertisement
7/10
 এরপরই একে একে বলিউডের বহু ছবিতে অভিনয় ৷ ‘নারাজ’, ‘রক্ষক’, ‘ইংলিশ বাবু দেশি মেম’, ‘ডুপ্লিকেট’, ‘দহক’, ‘জিশ দেশ মে গঙ্গা রহেতা হ্যায়’, ‘কাল হো না হো’-এর মতো ছবিতে অভিনয় করে আলাদা নজর কেড়েছিলেন সোনালি ৷ (Photo Reuters)
এরপরই একে একে বলিউডের বহু ছবিতে অভিনয় ৷ ‘নারাজ’, ‘রক্ষক’, ‘ইংলিশ বাবু দেশি মেম’, ‘ডুপ্লিকেট’, ‘দহক’, ‘জিশ দেশ মে গঙ্গা রহেতা হ্যায়’, ‘কাল হো না হো’-এর মতো ছবিতে অভিনয় করে আলাদা নজর কেড়েছিলেন সোনালি ৷ (Photo Reuters)
advertisement
8/10
প্রায় ৫০ টি হিন্দি ছবি ও বেশ কয়েকটি তামিল, তেলেগু, মালায়ালাম ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে ৷ দেখা গিয়েছে বেশ কিছু টিভি ধারাবাহিকেও ৷  (Photo: Reuters)
প্রায় ৫০ টি হিন্দি ছবি ও বেশ কয়েকটি তামিল, তেলেগু, মালায়ালাম ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে ৷ দেখা গিয়েছে বেশ কিছু টিভি ধারাবাহিকেও ৷ (Photo: Reuters)
advertisement
9/10
শেষবার সোনালিকে দেখা গিয়েছিল ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই দোবারা ছবিতে ৷ এরপর, সিনে পার্টিতে দেখা গেলেও সোনালিকে সিনেপর্দায় খুব একটা দেখা যায়নি ৷ (Photo Collected)
শেষবার সোনালিকে দেখা গিয়েছিল ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই দোবারা ছবিতে ৷ এরপর, সিনে পার্টিতে দেখা গেলেও সোনালিকে সিনেপর্দায় খুব একটা দেখা যায়নি ৷ (Photo Collected)
advertisement
10/10
সোনালির ক্যান্সার হয়েছে, এই খবর ছড়িয়ে পড়তেই শোকের আবহাওয়া বলি পাড়ায় ৷ ট্যুইট করে অভিনেত্রীকে সাহস জুগিয়েছেন করণ জোহর, রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয়, ইলিয়ানা ডি ক্রুজের মতো তাবড় তারকারা ৷ (Photo Collected)
সোনালির ক্যান্সার হয়েছে, এই খবর ছড়িয়ে পড়তেই শোকের আবহাওয়া বলি পাড়ায় ৷ ট্যুইট করে অভিনেত্রীকে সাহস জুগিয়েছেন করণ জোহর, রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয়, ইলিয়ানা ডি ক্রুজের মতো তাবড় তারকারা ৷ (Photo Collected)
advertisement
advertisement
advertisement