সোনায় মোড়া কাপে কফি! গগনচুম্বী 'বুর্জ খলিফা'য় বসে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন সানা খান

Last Updated:
সম্প্রতি এই নবদম্পতি বেড়াতে গিয়েছেন দুবাইতে। সেখান থেকেই একের পরে এক ছবি শেয়ার করছেন সানা।
1/6
গত বছর ঘোষণা করেছিলেন অভিনয় ও গ্ল্যামার জগত ছেড়ে সম্পূর্ণ ভাবে ধর্মে মন দেবেন। আর তার ঠিক এক মাসের মধ্য়েই গুজরাটের আলেম তথা ব্যবসায়ী মুফতি আনাস সাইয়াদকে বিয়ে করেন অভিনেত্রী সানা খান।
গত বছর ঘোষণা করেছিলেন অভিনয় ও গ্ল্যামার জগত ছেড়ে সম্পূর্ণ ভাবে ধর্মে মন দেবেন। আর তার ঠিক এক মাসের মধ্য়েই গুজরাটের আলেম তথা ব্যবসায়ী মুফতি আনাস সাইয়াদকে বিয়ে করেন অভিনেত্রী সানা খান।
advertisement
2/6
নিজেদের দাম্পত্য থেকে বেশ কিছু ছবি প্রায়ই শেয়ার করেন সানা খান। সম্প্রতি এই নবদম্পতি বেড়াতে গিয়েছেন দুবাইতে। সেখান থেকেই একের পরে এক ছবি শেয়ার করছেন সানা।
নিজেদের দাম্পত্য থেকে বেশ কিছু ছবি প্রায়ই শেয়ার করেন সানা খান। সম্প্রতি এই নবদম্পতি বেড়াতে গিয়েছেন দুবাইতে। সেখান থেকেই একের পরে এক ছবি শেয়ার করছেন সানা।
advertisement
3/6
দুবাইতে গিয়ে বিলাসবহুল জীবনযাপনের কিছু মুহূর্তে শেয়ার করেছেন সানা। দেখা যাচ্ছে লোভনীয় প্রাতঃরাশে মন দিয়েছেন দুজনে। পুরো বিষয়টাই নাকি সানাকে তাঁর স্বামী সারপ্রাইজ দিয়েছেন।
দুবাইতে গিয়ে বিলাসবহুল জীবনযাপনের কিছু মুহূর্তে শেয়ার করেছেন সানা। দেখা যাচ্ছে লোভনীয় প্রাতঃরাশে মন দিয়েছেন দুজনে। পুরো বিষয়টাই নাকি সানাকে তাঁর স্বামী সারপ্রাইজ দিয়েছেন।
advertisement
4/6
তবে সব কিছুর মধ্যে চোখে পড়েছে সানার হাতের কফি কাপ। সোনা খচিত সেই কাপের দাম যে আকাশছোঁয়া হবে তা বলাই বাহুল্য। বিয়ের পরে একসঙ্গে কফি ডেট বা লং ড্রাইভে একসঙ্গে প্রায়ই যান সানা ও মুফতি।
তবে সব কিছুর মধ্যে চোখে পড়েছে সানার হাতের কফি কাপ। সোনা খচিত সেই কাপের দাম যে আকাশছোঁয়া হবে তা বলাই বাহুল্য। বিয়ের পরে একসঙ্গে কফি ডেট বা লং ড্রাইভে একসঙ্গে প্রায়ই যান সানা ও মুফতি।
advertisement
5/6
সানা গত ২০ নভেম্বর আনাস সইয়াদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বিয়ের পরেই নিজের নামেও বদল আনেন তিনি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, সইয়াদ সানা খান। তার পরে তাঁরা কাশ্মীর থেকে মধুচন্দ্রিমা সেরছেন।
সানা গত ২০ নভেম্বর আনাস সইয়াদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বিয়ের পরেই নিজের নামেও বদল আনেন তিনি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, সইয়াদ সানা খান। তার পরে তাঁরা কাশ্মীর থেকে মধুচন্দ্রিমা সেরছেন।
advertisement
6/6
২০২০-র অক্টোবরে সানা পোস্ট করেছিলেন, "এই পৃথিবীতে জন্ম নিয়ে মৃত্যু পরবর্তী জীবনের উন্নতির জন্য কাজ করা দরকার। সৃষ্টিকর্তার নির্দেশ মতো যদি একজন ভৃত্য তাঁর জীবন যাপন করেন তাহলেই ভালো। সবসময়ে অর্থ ও খ্যাতির পিছনে ছুটলেই সেটা হয় না। বরং পাপের রাস্তা ছেড়ে সৃষ্টিকর্তার দেখানো পথেই হাঁটা উচিত।"
২০২০-র অক্টোবরে সানা পোস্ট করেছিলেন, "এই পৃথিবীতে জন্ম নিয়ে মৃত্যু পরবর্তী জীবনের উন্নতির জন্য কাজ করা দরকার। সৃষ্টিকর্তার নির্দেশ মতো যদি একজন ভৃত্য তাঁর জীবন যাপন করেন তাহলেই ভালো। সবসময়ে অর্থ ও খ্যাতির পিছনে ছুটলেই সেটা হয় না। বরং পাপের রাস্তা ছেড়ে সৃষ্টিকর্তার দেখানো পথেই হাঁটা উচিত।"
advertisement
advertisement
advertisement