• চলে গেলেন এক যোদ্ধা । যাঁর জীবন শুধুই লড়াইয়ে মোড়া । জীবনের শেষ পাতাটাও লেখা রইল সেই লড়াইয়ের আঁচেই । মাত্র ৫৪ বছর বয়সে কোলন ক্যান্সারে চলে গেলেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা ইরফান খান ।
2/ 10
• জন্মসূত্রে তিনি ছিলেন রাজ পরিবারের সন্তান । কিন্তু অভাব তাঁর পিছু ছাড়েনি । অবস্থা ভাল ছিল না তাঁদের । বাবা যোগীরদর খানের ছিল টায়ারের ব্যবসা ।
3/ 10
• ১৯৬৭ সালের ৭ জানুয়ারি রাজস্থানের জয়পুরে এক মুসলিম পাঠান পরিবারে তাঁর জন্ম । মা বেগম খান ছিলেন টঙ্ক হাকিম পরিবারের উত্তরসূরি ।
4/ 10
• তাঁর পুরো নাম ছিল শাহাবজাদে ইরফান খান । ইরফান আসলে ক্রিকেটার হতে চেয়েছিলেন। সিকে নাইডু ট্রফি খেলেছিলেন। কিন্তু টাকার অভাবে চালাতে পারেননি।
5/ 10
• ধীরে ধীরে অভিনয়ের দিকে ঝোঁকেন ইরফান । ন্য়াশনাল স্কুল অব ড্রামা থেকে স্কলারশিপ নিয়ে মাস্টার ডিগ্রি শেষ করেন ১৯৮৪ সালে । ড্রামাটিক আর্টসে ডিপ্লোমা করেছিলেন তিনি ।
6/ 10
• মুম্বইয়ে এসে প্রথম এসি সারাইয়ের মিস্ত্রি হয়ে জীবন শুরু করেছিলেন । তবে এখান থেকেই ঘুরে যায় তাঁর যাত্রাপথ । প্রথম যে বাড়িতে এসি সারাই করতে গিয়েছিলেন, সেটা ছিল রাজেশ খান্নার বাড়ি ।
7/ 10
• এরপর ১৯৮৮-তে ‘সালাম বম্বে’ দিয়ে বলিউডে পা । প্রথম ছবিতেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য নমিনেশন পান ।
8/ 10
• তারপর আর ফিরে তাকাতে হয়নি । বলিউড ছেড়ে হলিউডও জয় করে ফিরেছিলেন ইরফান ।
9/ 10
• ১৯৯৫-এর ২৩ ফেব্রুয়ারি NSD স্টুডেন্ট, তাঁর ক্লাসমেট সুতপা শিকদারকে বিয়ে করেন ইরফান ।
10/ 10
• সারা জীবন তাঁর জীবনের তিন স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন স্ত্রী সুতপা ও দুই ছেলে বাবিল ও আয়ান ।