Bollywood Gossip: অভাবে রোজগারের জন্য শুরু করেছিলেন গান, তাতেই বদলাল ভাগ্য, এখন ১০০ কোটির মালকিন এই বলি গায়িকা

Last Updated:
Neha Kakkar Birthday : খুব পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে বিশেষ জায়গা করে নিয়েছেন এই গায়িকা। তবে জীবনের যাত্রা মোটেই এত সহজ ছিল না।
1/8
বলিউডের প্রথম সারির গায়িকাদের মধ্যে একজন তিনি। তাঁর প্রতিটি গান রিলিজের পরই ট্রেন্ডিং হয় সোশ্যাল মিডিয়া, ইউটিউবে৷ গানের তালিকায় সুপার হিট বহু তাঁর গাওয়া গান। আর উপার্যন প্রচুর৷ খুব পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে বিশেষ জায়গা করে নিয়েছেন এই গায়িকা। তবে জীবনের যাত্রা মোটেই এত সহজ ছিল না।
বলিউডের প্রথম সারির গায়িকাদের মধ্যে একজন তিনি। তাঁর প্রতিটি গান রিলিজের পরই ট্রেন্ডিং হয় সোশ্যাল মিডিয়া, ইউটিউবে৷ গানের তালিকায় সুপার হিট বহু তাঁর গাওয়া গান। আর উপার্যন প্রচুর৷ খুব পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে বিশেষ জায়গা করে নিয়েছেন এই গায়িকা। তবে জীবনের যাত্রা মোটেই এত সহজ ছিল না।
advertisement
2/8
ছোটবেলা থেকেই প্রচুর সংগ্রাম করে বড় হয়েছেন। মাত্র ৪ বছর বয়সে জাগরণে গান গাওয়া শুরু করেন। আজ তার ৩৬ তম জন্মদিন উদযাপন করছেন গায়িকা। জেনে নিন তাঁর জীবনের কাহিনি, অনেকের কাছে তা অনুপ্ররণার হবে৷
ছোটবেলা থেকেই প্রচুর সংগ্রাম করে বড় হয়েছেন। মাত্র ৪ বছর বয়সে জাগরণে গান গাওয়া শুরু করেন। আজ তার ৩৬ তম জন্মদিন উদযাপন করছেন গায়িকা। জেনে নিন তাঁর জীবনের কাহিনি, অনেকের কাছে তা অনুপ্ররণার হবে৷
advertisement
3/8
এই গায়িকা হলেন নেহা কক্কর৷ ছোট খাট চেহারার এই মেয়ের খ্যাতি বিশ্বজোরা৷ খুব অল্প বয়সে গান গাওয়া শুরু করেন নেহা। মাত্র ৪ বছর বয়সে পাড়ায় পাড়ায় গান গাইতেন তিনি৷ পূজোর জন্য যে গান হয়, বা জাগরণে গান গাইতেন তিনি।
এই গায়িকা হলেন নেহা কক্কর৷ ছোট খাট চেহারার এই মেয়ের খ্যাতি বিশ্বজোরা৷ খুব অল্প বয়সে গান গাওয়া শুরু করেন নেহা। মাত্র ৪ বছর বয়সে পাড়ায় পাড়ায় গান গাইতেন তিনি৷ পূজোর জন্য যে গান হয়, বা জাগরণে গান গাইতেন তিনি।
advertisement
4/8
তবে সেই গান গাওয়া শখে নয়, অভাবের কারণে৷ শুরুতে তিনি সন্ধ্যায় শুধু ভজন গাইতেন। ৪ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত নেহা শুধু জাগরণে গান গেয়েছেন। সংসারের খরচ মেটাতে বাবাকে সাহায্য করতেই নেহা এই কাজটি করতেন।
তবে সেই গান গাওয়া শখে নয়, অভাবের কারণে৷ শুরুতে তিনি সন্ধ্যায় শুধু ভজন গাইতেন। ৪ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত নেহা শুধু জাগরণে গান গেয়েছেন। সংসারের খরচ মেটাতে বাবাকে সাহায্য করতেই নেহা এই কাজটি করতেন।
advertisement
5/8
এরপর তিনি রিয়ালিটি শো-তে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন৷ সেখান থেকেই জীবন বদলাতে শুরু করে তাঁর৷ নেহা চেয়েছিলেন যে সাধারণ মানুষ তাঁকে চিনুক এবং শিল্পী হিসেবে তাঁর নাম হোক৷ নেহা ইন্ডিয়ান আইডলে নির্বাচিত হন৷ কিন্তু লোকেরা তাঁকে খুব বেশি পছন্দ করেনি৷ যার কারণে তাঁকে খুব শীঘ্রই শো থেকে বের করে দেওয়া হয়।
এরপর তিনি রিয়ালিটি শো-তে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন৷ সেখান থেকেই জীবন বদলাতে শুরু করে তাঁর৷ নেহা চেয়েছিলেন যে সাধারণ মানুষ তাঁকে চিনুক এবং শিল্পী হিসেবে তাঁর নাম হোক৷ নেহা ইন্ডিয়ান আইডলে নির্বাচিত হন৷ কিন্তু লোকেরা তাঁকে খুব বেশি পছন্দ করেনি৷ যার কারণে তাঁকে খুব শীঘ্রই শো থেকে বের করে দেওয়া হয়।
advertisement
6/8
কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগে না। বহু বছর পরে, জনপ্রিয় গায়িকা হয়ে তিনি ফিরে আসেন সেই মঞ্চে যেখান থেকে তাঁকে একদিন বিদায় নিতে হয়েছিল৷ আজ তাঁকে একই অনুষ্ঠানের বিচারক হিসেবে দেখা যায়।
কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগে না। বহু বছর পরে, জনপ্রিয় গায়িকা হয়ে তিনি ফিরে আসেন সেই মঞ্চে যেখান থেকে তাঁকে একদিন বিদায় নিতে হয়েছিল৷ আজ তাঁকে একই অনুষ্ঠানের বিচারক হিসেবে দেখা যায়।
advertisement
7/8
ককটেল ছবির সেকেন্ড হ্যান্ড জাওয়ানি গানের মাধ্যমে বলিউডে পরিচিতি পান নেহা কক্কর। এরপর থেকে ক্যারিয়ারে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
ককটেল ছবির সেকেন্ড হ্যান্ড জাওয়ানি গানের মাধ্যমে বলিউডে পরিচিতি পান নেহা কক্কর। এরপর থেকে ক্যারিয়ারে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
advertisement
8/8
তাঁর প্রতিটি গানই হিট হয়েছে। সানি সানি, লন্ডন ঠুমকাদা, কালা চশমা, আঁখ মেরে-এর মতো অনেক সুপারহিট গান গেয়েছেন নেহা। একদিন অভাবের জন্য যে ছোট বাচ্চাকে কাজ করতে হত, আজ তাঁরই সম্পত্তির পরিমাণ ১০০ কোটির উপর৷ নেহার ৩৬ তম জন্মদিনে অনেক শুভেচ্ছা৷
তাঁর প্রতিটি গানই হিট হয়েছে। সানি সানি, লন্ডন ঠুমকাদা, কালা চশমা, আঁখ মেরে-এর মতো অনেক সুপারহিট গান গেয়েছেন নেহা। একদিন অভাবের জন্য যে ছোট বাচ্চাকে কাজ করতে হত, আজ তাঁরই সম্পত্তির পরিমাণ ১০০ কোটির উপর৷ নেহার ৩৬ তম জন্মদিনে অনেক শুভেচ্ছা৷
advertisement
advertisement
advertisement