Armaan Malik Engagement: শুরু হল জীবনের নতুন অধ্যায়, প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন গায়ক আরমান মালিক, দেখে নিন ছবি

Last Updated:
এ বার আর চুপিচুপি নয়, প্রকাশ্যেই প্রেমিকার আঙুলে আংটি পরিয়ে দিলেন আরমান৷ সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিজেদের আবেগঘন মুহূর্তের একাধিক ছবি৷
1/6
বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম আরমান মালিক৷ তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান৷  আরমানের জীবনে লাগল নতুন সুর৷ প্রেমিকার হাতে আংটি পরিয়ে বাগদান সারলেন শিল্পী৷
বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম আরমান মালিক৷ তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান৷ আরমানের জীবনে লাগল নতুন সুর৷ প্রেমিকার হাতে আংটি পরিয়ে বাগদান সারলেন শিল্পী৷
advertisement
2/6
প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘ দিনের৷ এতদিন এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই৷ তবে এ বার আর চুপিচুপি নয়, প্রকাশ্যেই প্রেমিকার আঙুলে আংটি পরিয়ে দিলেন আরমান৷ সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিজেদের আবেগঘন মুহূর্তের একাধিক ছবি৷
প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘ দিনের৷ এতদিন এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই৷ তবে এ বার আর চুপিচুপি নয়, প্রকাশ্যেই প্রেমিকার আঙুলে আংটি পরিয়ে দিলেন আরমান৷ সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিজেদের আবেগঘন মুহূর্তের একাধিক ছবি৷
advertisement
3/6
আরমানের বাগদত্তা আশনা পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর। ফ্যাশনের দিকেই ঝোঁক তাঁর। ২০১৯ সাল থেকে একে অপরকে ডেট করছেন তাঁরা।
আরমানের বাগদত্তা আশনা পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর। ফ্যাশনের দিকেই ঝোঁক তাঁর। ২০১৯ সাল থেকে একে অপরকে ডেট করছেন তাঁরা।
advertisement
4/6
দু'জনে কেউই এতদিন প্রকাশ্যে আনেননি সম্পর্কের কথা৷ সম্প্রতি আশনার জন্মদিনে দেখা গিয়েছিল আরমানকে৷ আরমানের জন্মদিনেও সোশ্যাল মিডিয়ার পাতায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন আশনা৷
দু'জনে কেউই এতদিন প্রকাশ্যে আনেননি সম্পর্কের কথা৷ সম্প্রতি আশনার জন্মদিনে দেখা গিয়েছিল আরমানকে৷ আরমানের জন্মদিনেও সোশ্যাল মিডিয়ার পাতায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন আশনা৷
advertisement
5/6
আরমান এবং আমাল, দুই ভাই সঙ্গীতজগতে নিজেদের পাকাপাকি জায়গা করে নিয়েছে। মাত্র ২৮ বছর বয়সেই অপূর্ব গান শ্রোতাদের উপহার দিয়েছেন আরমান৷
আরমান এবং আমাল, দুই ভাই সঙ্গীতজগতে নিজেদের পাকাপাকি জায়গা করে নিয়েছে। মাত্র ২৮ বছর বয়সেই অপূর্ব গান শ্রোতাদের উপহার দিয়েছেন আরমান৷
advertisement
6/6
তাঁর গাওয়া ‘বেসবরিয়াঁ’, ‘জব তক’, ‘ম্যায় রহু ইয়া না রহু’ কিংবা ‘বোল দো না জারা’ তুমুল জনপ্রিয়তা পেয়েছে৷ সম্পর্কে আরমান এবং আমাল বলিউডের প্রতিষ্ঠিত সুরকার অনু মালিকের ভাইপো৷ তবে কাকার সাহায্যে নয়, নিজেরা লড়াই করেই প্রতিষ্ঠা পেয়েছেন দুই ভাই৷
তাঁর গাওয়া ‘বেসবরিয়াঁ’, ‘জব তক’, ‘ম্যায় রহু ইয়া না রহু’ কিংবা ‘বোল দো না জারা’ তুমুল জনপ্রিয়তা পেয়েছে৷ সম্পর্কে আরমান এবং আমাল বলিউডের প্রতিষ্ঠিত সুরকার অনু মালিকের ভাইপো৷ তবে কাকার সাহায্যে নয়, নিজেরা লড়াই করেই প্রতিষ্ঠা পেয়েছেন দুই ভাই৷
advertisement
advertisement
advertisement