জিরো ফ্লপ করলে হয়তো আর কামব্যাক করতে পারব না: শাহরুখ খান

Last Updated:
1/7
• তিনি বলিউডের বাদশাহ ৷ তিনি কিং খান ৷ তাঁর ক্যারিশ্মায় বুঁদ গোটা দেশের সিনেপ্রেমীরা ৷ তাঁর মুখে নাকি এমন কথা! হ্যাঁ, আগামী ছবি ‘জিরো’ নিয়ে এতটাই ‘চাপের’ মুখে শাহরুখ ৷
• তিনি বলিউডের বাদশাহ ৷ তিনি কিং খান ৷ তাঁর ক্যারিশ্মায় বুঁদ গোটা দেশের সিনেপ্রেমীরা ৷ তাঁর মুখে নাকি এমন কথা! হ্যাঁ, আগামী ছবি ‘জিরো’ নিয়ে এতটাই ‘চাপের’ মুখে শাহরুখ ৷
advertisement
2/7
• আর হবে নাই বা কেন? গত কয়েক বছরে কোনও হিট নেই তাঁর লিস্টে ৷ একের পর এক বক্স অফিসে নিম্নমানের ব্যবসা করেছে ‘দিলওয়ালে’, ‘ফ্যান’, ‘রইস’, ‘যব হ্যারি মেট সেজল’ ৷ সে কারণেই সম্ভবত ‘জিরো’ নিয়ে চরম আশাবাদী শাহরুখ ৷
• আর হবে নাই বা কেন? গত কয়েক বছরে কোনও হিট নেই তাঁর লিস্টে ৷ একের পর এক বক্স অফিসে নিম্নমানের ব্যবসা করেছে ‘দিলওয়ালে’, ‘ফ্যান’, ‘রইস’, ‘যব হ্যারি মেট সেজল’ ৷ সে কারণেই সম্ভবত ‘জিরো’ নিয়ে চরম আশাবাদী শাহরুখ ৷
advertisement
3/7
• হিন্দুস্থান টাইমস-কে দেওয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘‘দেখুন আমি কিছুই পরিবর্তন করতে পারব না ৷ আর যদি আমি কিছু চেঞ্জ করতে না পারি, সেটা নিয়ে আমি ভাবব কেন? যদি মানুষ মনে করেন জিরো আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেটা তাঁদের অনুভূতি ৷ যদি সত্যিই এই ছবি না চলে, কীই বা হবে? আমি ৬ মাস বা ১০ মাস কোনও কাজ করব না ৷ কিন্তু যদি আমি মনে করি, আমার অভিনয় ভাল ছিল তা হলে আবার কাজ করব ৷’’
• হিন্দুস্থান টাইমস-কে দেওয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘‘দেখুন আমি কিছুই পরিবর্তন করতে পারব না ৷ আর যদি আমি কিছু চেঞ্জ করতে না পারি, সেটা নিয়ে আমি ভাবব কেন? যদি মানুষ মনে করেন জিরো আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেটা তাঁদের অনুভূতি ৷ যদি সত্যিই এই ছবি না চলে, কীই বা হবে? আমি ৬ মাস বা ১০ মাস কোনও কাজ করব না ৷ কিন্তু যদি আমি মনে করি, আমার অভিনয় ভাল ছিল তা হলে আবার কাজ করব ৷’’
advertisement
4/7
• ‘‘আবার কামব্যাক করব ৷ যেভাবে ১৫ বছর ধরে করে আসছি ৷ অথবা হয়তো আর কামব্যাক করতেই পারব না ৷ ব্যবসায়িক জগতটা আসলে সম্পূর্ণ আলাদা ৷ তার একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে ৷ নিজেদের জায়গায় তাঁরা ঠিকই ৷’’
• ‘‘আবার কামব্যাক করব ৷ যেভাবে ১৫ বছর ধরে করে আসছি ৷ অথবা হয়তো আর কামব্যাক করতেই পারব না ৷ ব্যবসায়িক জগতটা আসলে সম্পূর্ণ আলাদা ৷ তার একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে ৷ নিজেদের জায়গায় তাঁরা ঠিকই ৷’’
advertisement
5/7
• শাহরুখ বললেন, ছবি পছন্দ করার ক্ষেত্রে তিনি সবসময় দেখেন ছবির স্টোরিটা কী আর তাতে নতুনত্ব কী আছে? আর সে কারণেই সম্ভবত তিনি জিরো বেছে নিয়েছেন ৷ আনন্দ এল রাইয়ের এই ছবি সবদিক থেকেই ছকভাঙা ৷ এই ছবিতে একজন বামনের চরিত্রে অভিনয় করেছেন কিং খান ৷ স্টারডম ছেড়ে অনেকটাই বেরিয়ে এসেছেন তিনি ৷
• শাহরুখ বললেন, ছবি পছন্দ করার ক্ষেত্রে তিনি সবসময় দেখেন ছবির স্টোরিটা কী আর তাতে নতুনত্ব কী আছে? আর সে কারণেই সম্ভবত তিনি জিরো বেছে নিয়েছেন ৷ আনন্দ এল রাইয়ের এই ছবি সবদিক থেকেই ছকভাঙা ৷ এই ছবিতে একজন বামনের চরিত্রে অভিনয় করেছেন কিং খান ৷ স্টারডম ছেড়ে অনেকটাই বেরিয়ে এসেছেন তিনি ৷
advertisement
6/7
• ‘ফ্যান’-এও অন্য ধরনের চরিত্র ট্রাই করেছিলেন তিনি ৷ কিন্তু রোম্যান্টিক নায়কের তকমা ছেড়ে অন্য শাহরুখকে সাবলীলভাবে গ্রহণ করেননি দর্শকরা ৷
• ‘ফ্যান’-এও অন্য ধরনের চরিত্র ট্রাই করেছিলেন তিনি ৷ কিন্তু রোম্যান্টিক নায়কের তকমা ছেড়ে অন্য শাহরুখকে সাবলীলভাবে গ্রহণ করেননি দর্শকরা ৷
advertisement
7/7
• ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জিরো ৷ ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ ৷ দেখা যাক, এই ছবিতে পুরনো শাহরুখ ম্যাজিক ফিরে আসে কিনা ৷
• ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জিরো ৷ ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ ৷ দেখা যাক, এই ছবিতে পুরনো শাহরুখ ম্যাজিক ফিরে আসে কিনা ৷
advertisement
advertisement
advertisement