দুর্দান্ত রণবীর-দীপিকা, দেখুন বেঙ্গালুরু রিসেপশনের প্রথম লুক

Last Updated:
1/9
• ফের মন জয় করলেন দীপ-বীর ৷ মোহময়ী আবেশে বশ করলেন যেন ৷ এবার আর কোনও ঢাক ডাক গুড় গুড় নয় ৷ নিজেরাই পোস্ট করলেন বেঙ্গালুরুর রিসেপশনের প্রথম ছবি ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• ফের মন জয় করলেন দীপ-বীর ৷ মোহময়ী আবেশে বশ করলেন যেন ৷ এবার আর কোনও ঢাক ডাক গুড় গুড় নয় ৷ নিজেরাই পোস্ট করলেন বেঙ্গালুরুর রিসেপশনের প্রথম ছবি ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
2/9
• বেঙ্গালুরুর ‘দ্য লীলা’য় আজ দীপ-বীরের প্রথম রিসেপশন পার্টি ৷ বেজ-কালো কম্বিনেশনে মন জয় করলেন বাজিরাও-মস্তানি ৷ বিয়ের প্রতিটা দিনের মতো এদিনও দু’জনেরই পরনে ছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের  ডিজাইন করা পোশাক ৷ দীপিকা বেছে নিলেন বেজ-গোল্ডেন শাড়ি ৷ সঙ্গে সবুজ কুন্দনের গয়না আর চওড়া সিঁদুর ৷ রণবীর পরেছেন কালো রঙের বন্ধগলা ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• বেঙ্গালুরুর ‘দ্য লীলা’য় আজ দীপ-বীরের প্রথম রিসেপশন পার্টি ৷ বেজ-কালো কম্বিনেশনে মন জয় করলেন বাজিরাও-মস্তানি ৷ বিয়ের প্রতিটা দিনের মতো এদিনও দু’জনেরই পরনে ছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক ৷ দীপিকা বেছে নিলেন বেজ-গোল্ডেন শাড়ি ৷ সঙ্গে সবুজ কুন্দনের গয়না আর চওড়া সিঁদুর ৷ রণবীর পরেছেন কালো রঙের বন্ধগলা ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
3/9
মঙ্গলবারই মুম্বই থেকে বেঙ্গালুরু উড়ে গিয়েছেন দুই তারকা। দু'জনেই বিমানবন্দরে এসেছিলেন সাদা পোশাকে সেজে। (Photo collected)
মঙ্গলবারই মুম্বই থেকে বেঙ্গালুরু উড়ে গিয়েছেন দুই তারকা। দু'জনেই বিমানবন্দরে এসেছিলেন সাদা পোশাকে সেজে। (Photo collected)
advertisement
4/9
লীলা প্যালেসের গ্র্যান্ড বলরুমে হবে 'দীপবীর'-এর রিসেপশন পার্টি। (Photo: The Leela)
লীলা প্যালেসের গ্র্যান্ড বলরুমে হবে 'দীপবীর'-এর রিসেপশন পার্টি। (Photo: The Leela)
advertisement
5/9
এই রিসেপশনে দুই পরিবারের দেশের আত্মীয় ও ঘনিষ্ঠরাই নিমন্ত্রিত হবেন। দীপিকা ও রণবীরের আত্মীয় স্বজন ও বন্ধুরা যাঁরা লেক কোমো বিয়েতে উপস্থিত থাকতে পারেননি তাঁরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন (Photo collected)
এই রিসেপশনে দুই পরিবারের দেশের আত্মীয় ও ঘনিষ্ঠরাই নিমন্ত্রিত হবেন। দীপিকা ও রণবীরের আত্মীয় স্বজন ও বন্ধুরা যাঁরা লেক কোমো বিয়েতে উপস্থিত থাকতে পারেননি তাঁরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন (Photo collected)
advertisement
6/9
দীপবীরের রূপকথার বিয়ের ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।  এবার পালা রিসেপশনের ছবির। সেই অপেক্ষারও অবসান ঘটল ৷
দীপবীরের রূপকথার বিয়ের ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। এবার পালা রিসেপশনের ছবির। সেই অপেক্ষারও অবসান ঘটল ৷
advertisement
7/9
দীপবীরের বিয়ের ছবি বলিউডের সিনেমার মতোই রঙিন (Photo: The Leela)
দীপবীরের বিয়ের ছবি বলিউডের সিনেমার মতোই রঙিন (Photo: The Leela)
advertisement
8/9
এই দিন চারটি স্তম্ভের উপর টাঙানো শামিয়ানার নিচে দাঁড়াবেন নব-দম্পতি। রিসেপশনেও সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকই পরবেন দীপিকা। (Photo: The Leela)
এই দিন চারটি স্তম্ভের উপর টাঙানো শামিয়ানার নিচে দাঁড়াবেন নব-দম্পতি। রিসেপশনেও সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকই পরবেন দীপিকা। (Photo: The Leela)
advertisement
9/9
এর পর ২৮ নভেম্বর আরেকটি রিশেপশন হওয়ার কথা মুম্বইতে। সেই পার্টিতে দেখা যাবে বলিউডের অন্য সেলিব্রিটিদের। (Photo; The Leela)
এর পর ২৮ নভেম্বর আরেকটি রিশেপশন হওয়ার কথা মুম্বইতে। সেই পার্টিতে দেখা যাবে বলিউডের অন্য সেলিব্রিটিদের। (Photo; The Leela)
advertisement
advertisement
advertisement