১৩ বছরে বিয়ে, স্বামীর বয়স ৪১! মৃত ৮ মাসের সন্তান! মনের জোরেই শিখরে পা রাখলেন সরোজ খান

Last Updated:
বিয়ে হল তাঁরই নাচের গুরু বি. শোহনলালের সঙ্গে । ২৮ বছরের বড় শোহনলালের আগেও তাঁর একটি বিয়ে ছিল, চারটি সন্তানও ছিল । সরোজের কাছে গোপন করেছিলেন তিনি ।
1/8
• চলে গেলেন তিনি । নিজের হাতে করে যিনি বলিউডের তাবড় তাবড় তারকাদের গড়েছিলেন, আজ তিনিই নেই । প্রয়াত বলিউডের সবার প্রিয় মাস্টারজি সরোজ খান ।
• চলে গেলেন তিনি । নিজের হাতে করে যিনি বলিউডের তাবড় তাবড় তারকাদের গড়েছিলেন, আজ তিনিই নেই । প্রয়াত বলিউডের সবার প্রিয় মাস্টারজি সরোজ খান ।
advertisement
2/8
• পেট চালাতে যাঁকে মাত্র ৩ বছর বয়স থেকে কাজে নামতে হল, তিনিই এক সময় বি-টাউনের অন্যতম সফল কোরিওগ্রাফার হয়েছিলেন শুধুই মনের জোরে । ব্যক্তিগত জীবনে চড়াই উতরাই কম ছিল না তাঁর ।
• পেট চালাতে যাঁকে মাত্র ৩ বছর বয়স থেকে কাজে নামতে হল, তিনিই এক সময় বি-টাউনের অন্যতম সফল কোরিওগ্রাফার হয়েছিলেন শুধুই মনের জোরে । ব্যক্তিগত জীবনে চড়াই উতরাই কম ছিল না তাঁর ।
advertisement
3/8
• জন্ম সূত্রে নাম ছিল নির্মলা । দেশ ভাগ হওয়ার পর পাকিস্তান থেকে পরিবারের সঙ্গে এ দেশে চলে এসেছিলেন ছোট্ট নির্মলা । এরপরেই শুরু হয় জীবনযুদ্ধ ।
• জন্ম সূত্রে নাম ছিল নির্মলা । দেশ ভাগ হওয়ার পর পাকিস্তান থেকে পরিবারের সঙ্গে এ দেশে চলে এসেছিলেন ছোট্ট নির্মলা । এরপরেই শুরু হয় জীবনযুদ্ধ ।
advertisement
4/8
•  মাত্র তিন বছর বয়স থেকে ব্যাকগ্রাউন্ড ডান্সার হয়ে নাচের জগতে পা রাখলেন তিনি । সময়ের যাঁতাকলে পড়ে কখন যেন নির্মলা থেকে সরোজ হয়ে উঠলেন ।
• মাত্র তিন বছর বয়স থেকে ব্যাকগ্রাউন্ড ডান্সার হয়ে নাচের জগতে পা রাখলেন তিনি । সময়ের যাঁতাকলে পড়ে কখন যেন নির্মলা থেকে সরোজ হয়ে উঠলেন ।
advertisement
5/8
• বিয়ে হল তাঁরই নাচের গুরু বি. শোহনলালের সঙ্গে । তাঁর কোরিওগ্রাফিতেই সে সময় নাচ করছিলেন তিনি । সরোজের বয়স ১৩, শোহনলালের তখন ৪১ । শুধু তাই নয়, আগেও তাঁর একটি বিয়ে ছিল, চারটি সন্তানও ছিল । সে কথা বেমালুম চেপে গেলেন ।
• বিয়ে হল তাঁরই নাচের গুরু বি. শোহনলালের সঙ্গে । তাঁর কোরিওগ্রাফিতেই সে সময় নাচ করছিলেন তিনি । সরোজের বয়স ১৩, শোহনলালের তখন ৪১ । শুধু তাই নয়, আগেও তাঁর একটি বিয়ে ছিল, চারটি সন্তানও ছিল । সে কথা বেমালুম চেপে গেলেন ।
advertisement
6/8
• নিজের থেকে ২৮ বছরের বড় শোহনলালের সঙ্গে সংসার পাতলেন । কিন্তু সুখের হল না সেই সংসার । এক বছরের মধ্যে প্রথম সন্তানের জন্ম । হামিদ ওরফে রাজু খানের জন্ম হল । এর দু’বছরের মাথায় ফের পুত্রসন্তান । কিন্তু ৮ মাসের সেই সন্তান মারা গেল । তারপর ফের এক কন্যাসন্তানের জন্ম দেন সরোজ । তাঁর নাম হিনা খান ।
• নিজের থেকে ২৮ বছরের বড় শোহনলালের সঙ্গে সংসার পাতলেন । কিন্তু সুখের হল না সেই সংসার । এক বছরের মধ্যে প্রথম সন্তানের জন্ম । হামিদ ওরফে রাজু খানের জন্ম হল । এর দু’বছরের মাথায় ফের পুত্রসন্তান । কিন্তু ৮ মাসের সেই সন্তান মারা গেল । তারপর ফের এক কন্যাসন্তানের জন্ম দেন সরোজ । তাঁর নাম হিনা খান ।
advertisement
7/8
• কিন্তু সন্তানদের নিজের নাম দিতে অস্বীকার করেন শোহনলাল । নিজের একার চেষ্টায় সন্তানদের মানুষ করলেন সরোজ ।
• কিন্তু সন্তানদের নিজের নাম দিতে অস্বীকার করেন শোহনলাল । নিজের একার চেষ্টায় সন্তানদের মানুষ করলেন সরোজ ।
advertisement
8/8
• কিন্তু মানসিকভাবে কখনওই ভেঙে পড়েননি । নিজের মুক্তির আকাশ, নাচকেও কখনও ছেড়ে দেননি । সারা জীবনে ২ হাজারের বেশি গানে কোরিওগ্রাফি করলেন তিনি । তাঁর হাত ধরে সূচনা হয়েছিল নতুন যুগের ।
• কিন্তু মানসিকভাবে কখনওই ভেঙে পড়েননি । নিজের মুক্তির আকাশ, নাচকেও কখনও ছেড়ে দেননি । সারা জীবনে ২ হাজারের বেশি গানে কোরিওগ্রাফি করলেন তিনি । তাঁর হাত ধরে সূচনা হয়েছিল নতুন যুগের ।
advertisement
advertisement
advertisement