একান্তে কফি ডেটে ডাকলেন সারা আলি খান, যেতে চান?

Last Updated:
1/5
• বলিউডের উঠতি নায়িকা তিনি ৷ গ্ল্যামার যেন চুঁইয়ে পড়ছে ৷ প্রথম ছবি বাজারে আসার আগেই জনপ্রিয়তায় অন্য স্টারকিডদের পিছনে ফেলছেন সইফ-কন্যা সারা আলি খান ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• বলিউডের উঠতি নায়িকা তিনি ৷ গ্ল্যামার যেন চুঁইয়ে পড়ছে ৷ প্রথম ছবি বাজারে আসার আগেই জনপ্রিয়তায় অন্য স্টারকিডদের পিছনে ফেলছেন সইফ-কন্যা সারা আলি খান ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
2/5
• সেই সারাই এবার একান্ত কফি-ডেটের আমন্ত্রণ জানালেন ৷ তাও আবার নিজের হাতে চিঠি লিখে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• সেই সারাই এবার একান্ত কফি-ডেটের আমন্ত্রণ জানালেন ৷ তাও আবার নিজের হাতে চিঠি লিখে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
3/5
• তবে সেই ডেট আমার-আপনার জন্য নয় ৷ পাপারাৎজিদের উদ্দেশ্যে এই চিঠি লিখেছেন সারা ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• তবে সেই ডেট আমার-আপনার জন্য নয় ৷ পাপারাৎজিদের উদ্দেশ্যে এই চিঠি লিখেছেন সারা ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
4/5
• প্রতিদিন সকাল-রাত পর্যন্ত যে সমস্ত ফোটোগ্রাফাররা তাঁর চারপাশে থাকেন এবং সারার প্রতিটা কার্যকলাপ ফ্রেমবন্দি করেন, তাঁদের উদ্দেশ্যেই হাতে লিখে এই চিঠি পাঠিয়েছেন ‘কেদারনাথ’-এর নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• প্রতিদিন সকাল-রাত পর্যন্ত যে সমস্ত ফোটোগ্রাফাররা তাঁর চারপাশে থাকেন এবং সারার প্রতিটা কার্যকলাপ ফ্রেমবন্দি করেন, তাঁদের উদ্দেশ্যেই হাতে লিখে এই চিঠি পাঠিয়েছেন ‘কেদারনাথ’-এর নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
5/5
• সেই চিঠিতে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে কফি ডেটে যাওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• সেই চিঠিতে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে কফি ডেটে যাওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
advertisement
advertisement