‘হৃদয় শক্ত করছি’...কেন হঠাৎ এমন কথা বললেন সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত

Last Updated:
ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত। স্টেজ থ্রি-তে রয়েছে ফুসফুস-এর ক্যান্সার । নিয়মিত কেমো চলছে তাঁর । এরমধ্যেই হঠাৎ মান্যতার এমন পোস্ট ।
1/7
• ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত। ফুসফুস-এর ক্যান্সার হয়েছে তাঁর। স্টেজ থ্রি তে ধরা পড়েছে সঞ্জয়ের ক্যান্সার। সর্বভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে আবার লেখা হয়, সঞ্জু বাবা স্টেজ ৪ ক্যান্সারে আক্রান্ত ।
• ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত। ফুসফুস-এর ক্যান্সার হয়েছে তাঁর। স্টেজ থ্রি তে ধরা পড়েছে সঞ্জয়ের ক্যান্সার। সর্বভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে আবার লেখা হয়, সঞ্জু বাবা স্টেজ ৪ ক্যান্সারে আক্রান্ত ।
advertisement
2/7
• এই রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই বলিউডে ফের আরও একটা বড় ধাক্কা লাগে। । মাস দুয়েক আগে সামান্য শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় । সকলেই ভেবেছিল সম্ভবত করোনা আক্রান্ত তিনি । তবে তাঁর কোভিড টেস্ট নেগেটিভ আসে ।
• এই রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই বলিউডে ফের আরও একটা বড় ধাক্কা লাগে। । মাস দুয়েক আগে সামান্য শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় । সকলেই ভেবেছিল সম্ভবত করোনা আক্রান্ত তিনি । তবে তাঁর কোভিড টেস্ট নেগেটিভ আসে ।
advertisement
3/7
• উল্টে দেখা যায়, ক্যান্সার থাবা বসিয়েছে তাঁর ফুসফুসে । ফলাফল যে এমন হতে চলেছে তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ ।
• উল্টে দেখা যায়, ক্যান্সার থাবা বসিয়েছে তাঁর ফুসফুসে । ফলাফল যে এমন হতে চলেছে তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ ।
advertisement
4/7
• এই কঠিন মুহূর্তে সঞ্জয়ের পাশেই রয়েছেন তাঁর দ্বিতীয় ও বর্তমান স্ত্রী মান্যতা দত্ত । মান্যতা সঞ্জয়ের থেকে ১৯ বছরের ছোট । তাঁদের দুই যমজ ছেলে-মেয়ের নাম ইকরা আর শাহরান ।
• এই কঠিন মুহূর্তে সঞ্জয়ের পাশেই রয়েছেন তাঁর দ্বিতীয় ও বর্তমান স্ত্রী মান্যতা দত্ত । মান্যতা সঞ্জয়ের থেকে ১৯ বছরের ছোট । তাঁদের দুই যমজ ছেলে-মেয়ের নাম ইকরা আর শাহরান ।
advertisement
5/7
• সঞ্জয়ের শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে আসতেই শক্ত হাতে বিষয়টি মোকাবিলা করার চেষ্টা করে চলেছেন মান্যতা । বারংবার সঞ্জুর ভক্তদের কাছে তিনি আবেদন করেছিলেন, কোনওরকম গুজব যাতে না ছড়ানো হয় । অভিনেতার শারীরিক অবস্থার সমস্ত খবর পরিবারের তরফেই সকলকে জানানো হবে ।
• সঞ্জয়ের শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে আসতেই শক্ত হাতে বিষয়টি মোকাবিলা করার চেষ্টা করে চলেছেন মান্যতা । বারংবার সঞ্জুর ভক্তদের কাছে তিনি আবেদন করেছিলেন, কোনওরকম গুজব যাতে না ছড়ানো হয় । অভিনেতার শারীরিক অবস্থার সমস্ত খবর পরিবারের তরফেই সকলকে জানানো হবে ।
advertisement
6/7
• মুম্বই ও দুবাইয়ে প্রাথমিক চিকিৎসা ও কেমো থেরাপি নেওয়ার পর এখন অনেকটাই সুস্থ রয়েছেন সঞ্জয়। তাঁর শরীর যথেষ্ট সাড়াও দিচ্ছে চিকিৎসায় । এরইমধ্যে আরও এক সাহসী ছবি পোস্ট করলেন মান্যতা । আর ছবির ক্যাপশনটিও যথেষ্ট বোল্ড, দৃঢ়।
• মুম্বই ও দুবাইয়ে প্রাথমিক চিকিৎসা ও কেমো থেরাপি নেওয়ার পর এখন অনেকটাই সুস্থ রয়েছেন সঞ্জয়। তাঁর শরীর যথেষ্ট সাড়াও দিচ্ছে চিকিৎসায় । এরইমধ্যে আরও এক সাহসী ছবি পোস্ট করলেন মান্যতা । আর ছবির ক্যাপশনটিও যথেষ্ট বোল্ড, দৃঢ়।
advertisement
7/7
• মান্যতা লিখেছেন, ‘‘কখনও বাধ্য হয়েই সাহসী হতে হয়.... যাতে বাকিরাও তোমাকে দেখে মনে সাহস পায় । মাথা উঁচু রাখো, হৃদয় শক্ত করো ।’’
• মান্যতা লিখেছেন, ‘‘কখনও বাধ্য হয়েই সাহসী হতে হয়.... যাতে বাকিরাও তোমাকে দেখে মনে সাহস পায় । মাথা উঁচু রাখো, হৃদয় শক্ত করো ।’’
advertisement
advertisement
advertisement