অরুণাচল প্রদেশে মন্ত্রীদের সঙ্গে সাইকেল চালালেন সলমন খান

Last Updated:
1/9
মুম্বইয়ের রাস্তায় মাঝেমাঝেই সাইকেল চালাতে দেখা গেছে সলমন খানকে। এবার তিনি তাঁকে দেখা গেল  অরুণাচল প্রদেশের চিন সীমন্তের কাছে মেচুকায় সাইকেল চালাতে। (Image: Twitter)
মুম্বইয়ের রাস্তায় মাঝেমাঝেই সাইকেল চালাতে দেখা গেছে সলমন খানকে। এবার তিনি তাঁকে দেখা গেল অরুণাচল প্রদেশের চিন সীমন্তের কাছে মেচুকায় সাইকেল চালাতে। (Image: Twitter)
advertisement
2/9
সলমনের সঙ্গে সাইকেল চালালেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খানাডু ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। (Image: Twitter)
সলমনের সঙ্গে সাইকেল চালালেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খানাডু ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। (Image: Twitter)
advertisement
3/9
অরুণাচলে ডালমিয়া এমটিবি অরুণাচল হর্নবিল ফাইট ২০১৮-এর শেষ এবং মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের সূচনাই ছিল উপলক্ষ্য। (Image: Twitter)
অরুণাচলে ডালমিয়া এমটিবি অরুণাচল হর্নবিল ফাইট ২০১৮-এর শেষ এবং মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের সূচনাই ছিল উপলক্ষ্য। (Image: Twitter)
advertisement
4/9
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে সলমন পাঞ্জাব থেকে ডিব্রুগড় পৌঁছন। রিজ্জু তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। (Image: Twitter)
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে সলমন পাঞ্জাব থেকে ডিব্রুগড় পৌঁছন। রিজ্জু তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। (Image: Twitter)
advertisement
5/9
এমটিবি অরুণাচল ২০১৮ এর দ্বিতীয় এডিশনের শেষ এ ষষ্ঠ বার্ষিক মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালে যোগ দেন সলমন। (Image: Twitter)
এমটিবি অরুণাচল ২০১৮ এর দ্বিতীয় এডিশনের শেষ এ ষষ্ঠ বার্ষিক মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালে যোগ দেন সলমন। (Image: Twitter)
advertisement
6/9
এই অনুষ্ঠানের জন্য ২২ লক্ষ টাকা দান করেন সলমন খান। (Image: Twitter)
এই অনুষ্ঠানের জন্য ২২ লক্ষ টাকা দান করেন সলমন খান। (Image: Twitter)
advertisement
7/9
কিরেন রিজিজু বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে সলমনকে ধন্যবাদ জানান। (Image: Twitter)
কিরেন রিজিজু বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে সলমনকে ধন্যবাদ জানান। (Image: Twitter)
advertisement
8/9
প্রায় ৮০ জন রাইডার অংশ নেন মেচুকা পর্যন্ত এই যাত্রায়। রাজ্যের পশ্চিমে সিয়াং জেলায় সমুদ্রতল থেকে ৬০০০ ফুট উচ্চতায় মেচুকা অন্যতম পর্যটন কেন্দ্র। নভেম্বরের ১৪ তারিখে রিজিজু এর সূচনা করেন (Image: Twitter)
প্রায় ৮০ জন রাইডার অংশ নেন মেচুকা পর্যন্ত এই যাত্রায়। রাজ্যের পশ্চিমে সিয়াং জেলায় সমুদ্রতল থেকে ৬০০০ ফুট উচ্চতায় মেচুকা অন্যতম পর্যটন কেন্দ্র। নভেম্বরের ১৪ তারিখে রিজিজু এর সূচনা করেন (Image: Twitter)
advertisement
9/9
সলমনকে দেখতে উপচে পরে ভিড় (Image: Twitter)
সলমনকে দেখতে উপচে পরে ভিড় (Image: Twitter)
advertisement
advertisement
advertisement