• প্রথম থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আওয়াজ তুলেছেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি সরসারি দাবি করেছেন সিবিআই তদন্তেরও।
2/ 5
• সম্প্রতি একের পর এক ট্যুইটে তিনি বলেছেন, সুশান্ত সিং রাজপুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণের অনুষ্ঠানে ছিলেন কিন্তু তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে বলিউড তারকাদের মিটিংয়ে কেন দেখা যায়নি?
3/ 5
• রূপার প্রশ্ন, কে বাদ দিয়েছিলেন সুশান্তকে? কে আমন্ত্রিতদের তালিকা তৈরি করেছিলেন? ট্যুইটে রূপা লিখেছেন, ‘২০১৮ ডিসেম্বর মাসের আগে বা আশেপাশে সুশান্তকে কোনও মিটিংয়ে কেন দেখা যায়নি?’
4/ 5
• তিনি এটিও দাবি করেছেন যে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের অনুষ্ঠানে কারা আমন্ত্রিত থাকবেন, তাঁর তালিকা তৈরি হয় পিএমও অফিস থেকে।
5/ 5
• তারপরের ট্যুইটে তিনি দাবি করেছে, ২০১৮ ডিসেম্বর ও ২০১৯ জানুয়ারির মধ্যে কতবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলিউড তারকাদের সঙ্গে দেখা করেছেন? কারা এই ধরনের মিটিং আয়োজন করেন? আমন্ত্রিতদের তালিকা কারা তৈরি করেন?