সত্যিকারের রাজপুত হলে আত্মহত্যা করতেন না সুশান্ত! আরজেডি বিধায়কের মন্তব্যে বিতর্ক

Last Updated:
সুশান্তের মৃত্যুর তদন্ত ইতিমধ্যেই বিহারের আসন্ন নির্বাচনের অন্যতম ইস্যু হয়ে উঠেছে৷ তার মধ্যে আরজেডি বিধায়কের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েনি শাসক জেডিইউ এবং বিজেপি-র জোট৷
1/6
রাজপুত ছিলেন না সুশান্ত৷ কারণ সত্যিকারের রাজপুত হলে কথনও আত্মহত্যা করতেন না তিনি৷ কারণ   মহারনা প্রতাপের বংশধররা এ ভাবে কখনও আত্মঘাতী হয় না৷ সুশান্ত সিং রাজপুতকে নিয়ে এমনই মন্তব্য   করে এবার বিতর্কে জড়ালেন আরজেডি বিধায়ক অরুণ যাদব৷
রাজপুত ছিলেন না সুশান্ত৷ কারণ সত্যিকারের রাজপুত হলে কথনও আত্মহত্যা করতেন না তিনি৷ কারণ মহারনা প্রতাপের বংশধররা এ ভাবে কখনও আত্মঘাতী হয় না৷ সুশান্ত সিং রাজপুতকে নিয়ে এমনই মন্তব্য করে এবার বিতর্কে জড়ালেন আরজেডি বিধায়ক অরুণ যাদব৷
advertisement
2/6
 সুশান্তের মৃত্যুর তদন্ত ইতিমধ্যেই বিহারের আসন্ন নির্বাচনের অন্যতম ইস্যু হয়ে উঠেছে৷ তার মধ্যে   আরজেডি বিধায়কের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েনি শাসক জেডিইউ এবং বিজেপি-র জোট৷   সুশান্তকে নিয়ে এই ধরনের মন্তব্য করায় বিহারের মানুষের কাছে আরজেডি বিধায়ককে ক্ষমা চাইতে হবে   বলে দাবি করেছে জেডিইউ এবং বিজেপি৷
সুশান্তের মৃত্যুর তদন্ত ইতিমধ্যেই বিহারের আসন্ন নির্বাচনের অন্যতম ইস্যু হয়ে উঠেছে৷ তার মধ্যে আরজেডি বিধায়কের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েনি শাসক জেডিইউ এবং বিজেপি-র জোট৷ সুশান্তকে নিয়ে এই ধরনের মন্তব্য করায় বিহারের মানুষের কাছে আরজেডি বিধায়ককে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে জেডিইউ এবং বিজেপি৷
advertisement
3/6
 মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র সহর্ষতে একটি নতুন রাস্তার উদ্বোধন করে অরুণ যাদব বলেন, 'আমি   বলছি সুশান্ত রাজপুত ছিলেন না৷ আমার কথায় আপনারা কিছু মনে করবেন না৷ কিন্তু মহারানা প্রতাপের   কোনও বংশধর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারেন না৷'
মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র সহর্ষতে একটি নতুন রাস্তার উদ্বোধন করে অরুণ যাদব বলেন, 'আমি বলছি সুশান্ত রাজপুত ছিলেন না৷ আমার কথায় আপনারা কিছু মনে করবেন না৷ কিন্তু মহারানা প্রতাপের কোনও বংশধর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারেন না৷'
advertisement
4/6
ওই বিধায়ক আরও বলেন, 'আমি মর্মাহত, সুশান্তের এভাবে নিজেকে শেষ করে দেওয়া উচিত হয়নি৷ তাঁর   বরং উচিত ছিল লড়াই করা৷ রাজপুতরা নিজে মরার আগে বেশ কয়েকজনকে মারে৷'
ওই বিধায়ক আরও বলেন, 'আমি মর্মাহত, সুশান্তের এভাবে নিজেকে শেষ করে দেওয়া উচিত হয়নি৷ তাঁর বরং উচিত ছিল লড়াই করা৷ রাজপুতরা নিজে মরার আগে বেশ কয়েকজনকে মারে৷'
advertisement
5/6
ওই বিধায়কের দাবি অনুযায়ী, মহারানা প্রতাপ শুধু রাজপুতদেরই নয় বরং যাদবদেরও পূর্বসূরি ছিলেন৷   জেডিইউ মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেন, 'প্রয়াত অভিনেতাকে উদ্দেশ করে আরজেডি বিধায়কের এই   লজ্জাজনক এবং অযৌক্তিক মন্তব্যে গোটা দেশ স্তম্ভিত৷ অবিলম্বে সুশান্ত সিং রাজপুতের ভক্তদের কাছে ওই   বিধায়কের ক্ষমা চাওয়া উচিত৷'
ওই বিধায়কের দাবি অনুযায়ী, মহারানা প্রতাপ শুধু রাজপুতদেরই নয় বরং যাদবদেরও পূর্বসূরি ছিলেন৷ জেডিইউ মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেন, 'প্রয়াত অভিনেতাকে উদ্দেশ করে আরজেডি বিধায়কের এই লজ্জাজনক এবং অযৌক্তিক মন্তব্যে গোটা দেশ স্তম্ভিত৷ অবিলম্বে সুশান্ত সিং রাজপুতের ভক্তদের কাছে ওই বিধায়কের ক্ষমা চাওয়া উচিত৷'
advertisement
6/6
বিহারে বিজেপি-র মুখপাত্র নিখিল আনন্দও বলেন, এ ভাবেই একের পর এক আপত্তিকর মন্তব্য করে চলেছেন আরজেডি-র নেতা এবং কর্মীরা৷ এ প্রসঙ্গে প্রয়াত প্রাক্তন সাংসদ এবং আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং-এর প্রসঙ্গও টেনে এনেছেন ওই বিজেপি নেতা৷ তিনি মনে করিয়ে দিয়েছেন, একই ভাবে রঘুবংশ প্রসাদের মতো সিনিয়র নেতাকেও এক ঘটি জলের সঙ্গে তুলনা করেছিলেন লালুর বড় ছেলে তেজস্বীপ্রসাদ যাদব৷
বিহারে বিজেপি-র মুখপাত্র নিখিল আনন্দও বলেন, এ ভাবেই একের পর এক আপত্তিকর মন্তব্য করে চলেছেন আরজেডি-র নেতা এবং কর্মীরা৷ এ প্রসঙ্গে প্রয়াত প্রাক্তন সাংসদ এবং আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং-এর প্রসঙ্গও টেনে এনেছেন ওই বিজেপি নেতা৷ তিনি মনে করিয়ে দিয়েছেন, একই ভাবে রঘুবংশ প্রসাদের মতো সিনিয়র নেতাকেও এক ঘটি জলের সঙ্গে তুলনা করেছিলেন লালুর বড় ছেলে তেজস্বীপ্রসাদ যাদব৷
advertisement
advertisement
advertisement