তিনি সেন নয়, সেনসেশন... একগুচ্ছ বোল্ড ছবিতে উষ্ণতার পারদ চড়ালেন সুচিত্রা-নাতনি রিয়া
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মুনমুন সেনের মেয়ে, সুচিত্রা সেনের নাতনি... গ্ল্যামার উপচে পড়ার কথাই তো...
তিনি বড় পর্দায় আর সে ভাবে আসেন না, কিন্তু তাঁকে নিয়ে নিরন্তর চর্চা চলতেই থাকে। কখনও তাঁর আচমকা বিয়ের সিদ্ধান্ত আবার কখনও গোয়ায় তাঁর নিজস্ব বাংলোয় একান্ত দিনযাপন... রিয়া সেন (Riya Sen) সব সময়েই কৌতূহলের কেন্দ্রে থাকেন। জানুয়ারির ২৪ তারিখে ৪০ এ পা দিয়েছেন তিনি। যদিও তাঁকে দেখে সেটা বোঝার উপায় নেই। সম্প্রতি নিজের বোল্ড অবতারে কয়েকটি ছবি পোস্ট করেছেন এই বঙ্গললনা। আর তাই দেখে নেটিজেনরা বলছেন তিনি সেন নয়, সেনসেশন