রাজেশ খান্নাকে নেওয়ার পয়সা ছিল না, বদলে ঋষিকে সিনেমায় চান্স দিলেন বাবা রাজ কাপুর...তারপর ইতিহাস
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
• বলিউডের দ্য গ্রেট কাপুর পরিবারের সন্তান তিনি । অভিনয় ছিল তাঁর রক্তে । ১৯৫২-র ৪ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্ম তাঁর । তাঁর পুরো নাম ঋষি রাজ কাপুর । বাবা রাজ কাপুর আর মা কৃষ্ণা রাজ কাপুর । পিতামহ পৃথ্বীরাজ কাপুর । এই পরিবারে যাঁর জন্ম তিনি যে বিনোদন জগতের এক অন্যতম নক্ষত্র হবেন, তা বলার অপেক্ষা রাখে না ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
• ২০১৮ সালে ক্যান্সার ধরা পড়ে নায়কের । দীর্ঘদিন নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন তিনি । গত বছর সেপ্টেম্বর মাসে ফিরে আসেন দেশে । মোটামুটি সুস্থই ছিলেন । গতকাল ফের অবস্থার অবনতি হতেই তাঁকে মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল । সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ।
