হোম » ছবি » বিনোদন » সুশান্ত মামলায় এ বার রহস্যময় ‘AU’, রিয়ার সঙ্গে ৬১ বার কথা হয়েছে কে এই ব্যক্তি?
সুশান্ত মামলায় এ বার রহস্যময় ‘AU’, রিয়ার সঙ্গে ৬১ বার কথা হয়েছে কে এই ব্যক্তি?
Bangla Editor
1/ 4
• সুশান্তের মত্যুর আগে ও পরে ‘AU’-র সঙ্গে ৬১ বার কথা বলেছেন রিয়া । কিন্তু তাঁর আসল নাম রিয়ার ফোনে সেভ করা নেই ।
2/ 4
• ট্রু-কলারে তাঁর নাম দেখা যাচ্ছে ‘AU’ । যাঁকে ৪৪ বার ফোন করেছেন রিয়া। আর ইনকামিং কল হয়েছে ১৭ বার ।
3/ 4
• কে এই ‘AU’? দেখা গিয়েছে, আদিত্য ঠাকরের ট্যুইটার অ্যাকাউন্টের মাথায় লেখা রয়েছে ‘AU’ । আবার রিয়ার এক বান্ধবীর নাম অনন্যা উধাস । ‘AU’ তিনিও হতে পারেন । বা ট্রু-কলারে অন্য কারও নামও ভেসে আসতে পারে । হয়তো তার কোনও ভিত্তিই নেই ।
4/ 4
• তবে যিনিই হন না কেন, রিয়া যে তাঁকে বেশ ভরসা করতেন তা স্পষ্ট । সুশান্তের মৃত্যুর ঠিক আগের দিন অর্থাৎ ১৩ জুন ও মৃত্যুর পর দিন, অর্থাৎ ১৫ জুন ‘AU’-কে একাধিকবার ফোন করেছিলেন রিয়া ।
সুশান্ত মামলায় এ বার রহস্যময় ‘AU’, রিয়ার সঙ্গে ৬১ বার কথা হয়েছে কে এই ব্যক্তি?
• কে এই ‘AU’? দেখা গিয়েছে, আদিত্য ঠাকরের ট্যুইটার অ্যাকাউন্টের মাথায় লেখা রয়েছে ‘AU’ । আবার রিয়ার এক বান্ধবীর নাম অনন্যা উধাস । ‘AU’ তিনিও হতে পারেন । বা ট্রু-কলারে অন্য কারও নামও ভেসে আসতে পারে । হয়তো তার কোনও ভিত্তিই নেই ।
সুশান্ত মামলায় এ বার রহস্যময় ‘AU’, রিয়ার সঙ্গে ৬১ বার কথা হয়েছে কে এই ব্যক্তি?
• তবে যিনিই হন না কেন, রিয়া যে তাঁকে বেশ ভরসা করতেন তা স্পষ্ট । সুশান্তের মৃত্যুর ঠিক আগের দিন অর্থাৎ ১৩ জুন ও মৃত্যুর পর দিন, অর্থাৎ ১৫ জুন ‘AU’-কে একাধিকবার ফোন করেছিলেন রিয়া ।