সাদা ওড়নায় ঢাকা মাথা, বাবা-ভাইয়ের সঙ্গে ফের ইডি'র দফতরে রিয়া, চলছে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
সোমবার বেলা সাড়ে এগারো'টা নাগাদ তাঁকে ইডি'র বালার্ড এস্টেটের দফতরে প্রবেশ করতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
*ডাকা হয়েছে সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ পিঠানিকেও। মঙ্গলবার সিদ্ধার্থ ইডির দফতরে হাজিরা দিয়েছিল। রিয়া এবং সিদ্ধার্থের কল রেকর্ড ঘেঁটে দেখা গিয়েছে, বছরের ১০০টি ফোন কল হয়েছে তাঁদের মধ্যে। ফলে দু'জনের মধ্যে ঠিক কী নিয়ে কথা হত, আর্থিক লেনদেনের বিষয়ে সিদ্ধার্থ কী কি জানতেন, সেই সব জানতে চাইতে পারে ইডি। প্রয়োজনে রিয়া এবং সিদ্ধার্থকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
advertisement
*সোমবার ফের জিজ্ঞাসাবাদ করা হবে রিয়ার ভাই শৌভিককে। এই নিয়ে তিন বার ইডির দফতরে হাজিরা দিলেন শৌভিক। শুক্রবারের পর শনিবার দুপুরে তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর দফতরে ডেকে পাঠানো হয়। প্রায় আঠেরো ঘন্টা ধরে জেরা করা হয় তাঁকে। রবিবার সকাল সাড়ে ছয়টা নাগাদ ইডির দফতর থেকে বেরোতে দেখা যায় শৌভিককে। এরপর সোমবার ফের তাঁর সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা। ছবিঃ সংগৃহীত।
advertisement