

*ফের ইডির অফিসে হাজির হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ তাঁকে ইডির বালার্ড এস্টেটের দফতরে প্রবেশ করতে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন ভাই শৌভিক চক্রবর্তী এবং বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী।


*শুক্রবারের ম্যারাথন জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় সোমবার ফের সুশান্তের বান্ধবী রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। ইডি সূত্রে খবর, প্রথম দফার জিজ্ঞাসাবাদে তাঁদের সহযোগিতা করেননি রিয়া। সে দিন একাধিক প্রশ্নের উত্তর 'মনে করতে পারছেন না' বলে এড়িয়ে যান। ছবিঃ সংগৃহীত।


*সূত্রের খবর, রিয়া এবং বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য নতুন প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে। কোনভাবেই যাতে তিনি প্রশ্ন এড়িয়ে যেতে না পারেন, সেভাবেই প্রশ্ন সাজানো হয়েছে।


*জানা গিয়েছে, শুধুমাত্র রিয়া বা তাঁর বাবা-ভাই নয়। সোমবার ইডির অফিসে দ্বিতীয়বার ডাকা হয়েছে রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকেও। তাঁকেও শুক্রবার জিজ্ঞাসাবাদ করেন ইডি'র আধিকারিকরা। ইতিমধ্যেই শ্রুতি পৌঁছে গিয়েছেন ইডি দফতরে। ছবিঃ সংগৃহীত।


*ডাকা হয়েছে সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ পিঠানিকেও। মঙ্গলবার সিদ্ধার্থ ইডির দফতরে হাজিরা দিয়েছিল। রিয়া এবং সিদ্ধার্থের কল রেকর্ড ঘেঁটে দেখা গিয়েছে, বছরের ১০০টি ফোন কল হয়েছে তাঁদের মধ্যে। ফলে দু'জনের মধ্যে ঠিক কী নিয়ে কথা হত, আর্থিক লেনদেনের বিষয়ে সিদ্ধার্থ কী কী জানতেন, সেই সব জানতে চাইতে পারে ইডি। প্রয়োজনে রিয়া এবং সিদ্ধার্থকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।


*সোমবার ফের জিজ্ঞাসাবাদ করা হবে রিয়ার ভাই শৌভিককে। এই নিয়ে তিন বার ইডির দফতরে হাজিরা দিলেন শৌভিক। শুক্রবারের পর শনিবার দুপুরে তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর দফতরে ডেকে পাঠানো হয়। প্রায় আঠেরো ঘন্টা ধরে জেরা করা হয় তাঁকে। রবিবার সকাল সাড়ে ছয়টা নাগাদ ইডির দফতর থেকে বেরোতে দেখা যায় শৌভিককে। এরপর সোমবার ফের তাঁর সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা। ছবিঃ সংগৃহীত।