নগ্ন অবস্থায় উদ্ধার হয় সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার দেহ, প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
নেটিজেনদের একাংশের প্রশ্ন, নগ্ন দেহ উদ্ধার হওয়ার পরও কীভাবে মুম্বই পুলিশ এটাকে আত্মহত্যা বলছে? তাঁদের প্রশ্ন, কেউ নিশ্চয়ই জামা কাপড় খুলে ১৪ তলা থেকে লাফ দেবেন না ?
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত নিয়ে জলঘোলা হয়েই চলেছে ৷ এক একে সামনে আসছে নয়া তথ্য, ক্রমেই জটিল হচ্ছে তদন্ত! প্রায় দু'মাস হতে চলল, এখনও পর্যন্ত সুশান্তের মৃত্যুর কোনও কোনও কিনারা হয়নি, এরমধ্যেই রহস্য আরও ঘনীভূত হল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের মধ্যেই ঢুকে পড়ল আরেক রহস্য... প্রয়াত অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু! দুটি ঘটনার মধ্যে কোনও যোগ বা মিল আছে কিনা, তা জানতেই এখন তৎপর তদন্তকারী দল ৷ এবার সামনে আসল আরও একটি চমকে দেওয়া খবর! দিশার ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে, মৃত্যুর পর তাঁর দেহ নগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল।
advertisement
৮ জুন মৃত্যু হয় সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার। মুম্বই পুলিশ দাবি করে, আত্মহত্যা করেছেন দিশা সালিয়ান। কিন্তু সুশান্তের মৃত্যু তদন্ত যত এগোচ্ছে, অনুমান করা হচ্ছে এই দুই মৃত্যুর মধ্যে হয়তো কোথাও যোগাযোগ রয়েছে। অনেকেরই দাবি, যে-বা যারা সুশান্তকে মেরেছে, তারাই মেরেছে দিশাকেও। এতদিন পর্যন্ত মুম্বই পুলিশ প্রকাশই করেনি, ময়নাতদন্তের রিপোর্টে লেখা ছিল দিশা সালিয়ানের দেহ নগ্ন অবস্থায় উদ্ধার হয়।
advertisement
সম্প্রতি একটি সাংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১৪ তলা থেকে মাটিতে পড়ার পর দিশার দেহ যখন উদ্ধার করা হয়, তখন তাঁর দেখে সুতোটা পর্যন্ত ছিল না। দিশার ময়নাতদন্তের রিপোর্টের কিছু অংশ ভাইরালও হয়েছে। এর পরই নেটিজেনদের একাংশের প্রশ্ন, নগ্ন দেহ উদ্ধার হওয়ার পরও কীভাবে মুম্বই পুলিশ এটাকে আত্মহত্যা বলছে? তাঁদের প্রশ্ন, কেউ নিশ্চয়ই জামা কাপড় খুলে ১৪ তলা থেকে লাফ দেবেন না ?
advertisement
দিশার ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট লেখা রয়েছে, লিঙ্গ- মহিলা, আনুমানিক বয়স-২৮ বছর এবং শরীরে থাকা পোশাক ও গয়নাগাটির বিবরণে লেখা রয়েছে -নগ্ন। রিপোর্টের একটি সেকশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হয়, মৃতের পোশাকে রক্তের দাগ ছিল কিনা, বমি বা মল-মূত্রের কোনও চিহ্ন ছিল কি না, সেখানেও লেখা রয়েছে একই কথা-- ন্যুড বডি অর্থাৎ নগ্ন শরীর।
advertisement
advertisement