Actress Arrested|| ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণায় সহায়তা! গ্রেফতার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী

Last Updated:
Bollywood actress Arrested: কোটি কোটি টাকা প্রতারণায় সাহায্য করার অভিযোগ। দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ের (Economic Offences Wing) গোয়েন্দাদের জালে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী লীনা মারিয়া পাল (Leena Maria Paul)।
1/7
*কোটি কোটি টাকা প্রতারণায় সাহায্য করার অভিযোগ। দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ের (Economic Offences Wing) গোয়েন্দাদের জালে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী লীনা মারিয়া পাল (Leena Maria Paul)। জেলবন্দি ধনকুবের সুরেশ চন্দ্রশেখরকে ২০০ কোটি টাকা প্রতারণায় (200 crore extortion case) সাহায্য করার অভিযোগে সোমবার গ্রেফতার করা হয়েছে তার সহযোগী লীনাকে। সংগৃহীত ছবি। 
*কোটি কোটি টাকা প্রতারণায় সাহায্য করার অভিযোগ। দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ের (Economic Offences Wing) গোয়েন্দাদের জালে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী লীনা মারিয়া পাল (Leena Maria Paul)। জেলবন্দি ধনকুবের সুরেশ চন্দ্রশেখরকে ২০০ কোটি টাকা প্রতারণায় (200 crore extortion case) সাহায্য করার অভিযোগে সোমবার গ্রেফতার করা হয়েছে তার সহযোগী লীনাকে। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*দিল্লি পুলিশ সম্প্রতি আর্থিক তছরুপের মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) তলব করে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে ইডি (Enforcement Directorate)। সেখান থেকেই ফের উঠে আসে সুরেশ চন্দ্রশেখরের (millionaire conman Sukesh Chandrasekhar) নাম। সংগৃহীত ছবি। 
*দিল্লি পুলিশ সম্প্রতি আর্থিক তছরুপের মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) তলব করে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে ইডি (Enforcement Directorate)। সেখান থেকেই ফের উঠে আসে সুরেশ চন্দ্রশেখরের (millionaire conman Sukesh Chandrasekhar) নাম। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*ED সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জ্যাকলিনের ফোনের কল রেকর্ড খতিয়ে দেখতেই বুঝতে পারেন,  সুরেশ তিহার জেল থেকে জ্যাকলিনের সঙ্গে যোগাযোগ  করেছে একাধিকবার। অভিনেত্রীকে দামি দামি উপহার, ফুল, চকোলেট পাঠান মাঝে মধ্যেই। সংগৃহীত ছবি। 
*ED সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জ্যাকলিনের ফোনের কল রেকর্ড খতিয়ে দেখতেই বুঝতে পারেন,  সুরেশ তিহার জেল থেকে জ্যাকলিনের সঙ্গে যোগাযোগ  করেছে একাধিকবার। অভিনেত্রীকে দামি দামি উপহার, ফুল, চকোলেট পাঠান মাঝে মধ্যেই। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*যদিও নায়িকার দাবি, তিনি  সুরেশের আসল পরিচয় জানতেন না। পরিচয় লুকিয়েই নাকি তাঁর সঙ্গে বন্ধুত্ব করেছিল সুরেশ। সংগৃহীত ছবি। 
*যদিও নায়িকার দাবি, তিনি  সুরেশের আসল পরিচয় জানতেন না। পরিচয় লুকিয়েই নাকি তাঁর সঙ্গে বন্ধুত্ব করেছিল সুরেশ। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*লীনা বলিউড এবং দক্ষিন ভারতীয় ছবির অভিনেত্রী। 'ম্যাড্রাস ক্যাফে' সিনেমায় লীনার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। তবে, ২০১৩ সালে কানাড়া ব্যাঙ্কের আর্থিক প্রতারণা মামলায় সুরেশ এবং লীনা দু'জনকেই গ্রেফতার করা হয়। বিনিয়োগের অঙ্কের ১০ গুন ফিরিয়ে দেওয়া হবে বলে টাকা তুলত তারা।  সংগৃহীত ছবি। 
*লীনা বলিউড এবং দক্ষিন ভারতীয় ছবির অভিনেত্রী। 'ম্যাড্রাস ক্যাফে' সিনেমায় লীনার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। তবে, ২০১৩ সালে কানাড়া ব্যাঙ্কের আর্থিক প্রতারণা মামলায় সুরেশ এবং লীনা দু'জনকেই গ্রেফতার করা হয়। বিনিয়োগের অঙ্কের ১০ গুন ফিরিয়ে দেওয়া হবে বলে টাকা তুলত তারা।  সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*দিল্লি পুলিশের দাবি, এতদিন জেলে বসেই লীনার মাধ্যমে প্রতারনা চক্র চলছিল সুরেশের। শেষবার এক প্রভাবশালী ব্যবসায়ীর স্ত্রীয়ের সঙ্গে সরকারি আধিকারিক সেজে প্রতারণা (impersonating a government official) করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় সুরেশ। তারপর থেকে তিহাড় জেলে দিন কাটছিল তার। সংগৃহীত ছবি। 
*দিল্লি পুলিশের দাবি, এতদিন জেলে বসেই লীনার মাধ্যমে প্রতারনা চক্র চলছিল সুরেশের। শেষবার এক প্রভাবশালী ব্যবসায়ীর স্ত্রীয়ের সঙ্গে সরকারি আধিকারিক সেজে প্রতারণা (impersonating a government official) করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় সুরেশ। তারপর থেকে তিহাড় জেলে দিন কাটছিল তার। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*শুধুমাত্র দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি শাখাই নয়, লীনাকে জেরা করেছেন ইডি আধিকারিকরাও। লীনার কাছ থেকে প্রতারনা সঙ্ক্রান্ত একাধিক নথি বাজেয়াপ্ত হয়েছে। সংগৃহীত ছবি।
*শুধুমাত্র দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি শাখাই নয়, লীনাকে জেরা করেছেন ইডি আধিকারিকরাও। লীনার কাছ থেকে প্রতারনা সঙ্ক্রান্ত একাধিক নথি বাজেয়াপ্ত হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement