Happy Kiss Day 2021: পর্দার বাইরে বলিউডের তারকাদের এই চুম্বনের দৃশ্য এখনও ভোলা যায় না!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
আজ কিস ডে-তে একবার দেখে নেওয়া যাক যে এই তারকারা বাস্তব জীবনে কী ভাবে উদযাপন করেছেন চুম্বনের মুহূর্ত!
• আলিঙ্গন দিবস বা হাগ ডে’র পরেই অবধারিত ভাবে এসে পড়ে চুম্বন দিবস বা কিস ডে (Kiss Day)। একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে আরও কিছুটা উষ্ণতা ছড়িয়ে দেওয়ার দিন হল আজ। চুম্বনের কথা উঠলেই বলিউডের তারকাদের প্রসঙ্গ উঠবেই। সিনেমায় তাঁরা অসংখ্যবার নকল চুম্বন করেছেন ঠিকই। সেই সব কথা বাদ দিয়ে আজ কিস ডে-তে একবার দেখে নেওয়া যাক যে এই তারকারা বাস্তব জীবনে কী ভাবে উদযাপন করেছেন চুম্বনের মুহূর্ত!
advertisement
• মহেশ বাবু (Mahesh Babu) ও নম্রতা শিরোদকরকে (Namrata Shirodkar) এক কথায় আদর্শ স্বামী-স্ত্রীর আখ্যা দেওয়া যেতে পারে। মডেলিংয়ের আকর্ষণীয় কেরিয়ার এবং বলিউডের হাতছানি এড়িয়ে মহেশকে বিয়ে করেন নম্রতা। শত্তুরের মুখে ছাই দিয়ে দিব্যি ঘর সংসার করছেন তিনি। দক্ষিণের মহাতারকা মহেশের ছবি ভারত আনে নেনু (Bharat Ane Nenu) সফল হওয়ায় প্রকাশ্যে নম্রতাকে চুম্বন করেন তিনি। ক্যাপশন দেন- থ্যাঙ্ক ইউ মাই লাভ।
advertisement
• এখন তাঁরা আইনত একসঙ্গে থাকেন না ঠিকই, কিন্তু অসংখ্য মেয়ের মন ভেঙে যখন হৃতিক রোশন (Hrithik Roshan) সুজান খানকে (Sussanne Khan) বিয়ে করেন, তখন সেটা চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। অবশ্য বিবাহবিচ্ছেদের পরেও বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। এই ছবি সেই সুখের সময়ের যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছিলেন তাঁরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement