পাঁচ ছবির সেটে পাঁচ দম্পতির প্রেম! একজন আবার বিয়ে করেছেন মুখ্যমন্ত্রীর ছেলেকেও, বলিউডের এই ভালবাসার গল্প মন ভাল করে দেবে

Last Updated:
বলিউডে এমন অনেক দম্পতি রয়েছেন যাঁদের প্রেমজীবনের শুরু ছবির সেট থেকে। তার পর শীঘ্রই তাঁদের অনস্ক্রিন রসায়ন পর্দার বাইরেও ছড়িয়ে পড়ে। এমন দম্পতিদের কথা জেনে নেওয়া যাক যাঁরা ছবির সেটেই প্রেমে পড়েছেন এবং তার পর বিবাহসূত্রে আবদ্ধ হন।
1/7
বলিউডে এমন অনেক দম্পতি রয়েছেন যাঁদের প্রেমজীবনের শুরু ছবির সেট থেকে। তার পর শীঘ্রই তাঁদের অনস্ক্রিন রসায়ন পর্দার বাইরেও ছড়িয়ে পড়ে। এমন দম্পতিদের কথা জেনে নেওয়া যাক যাঁরা ছবির সেটেই প্রেমে পড়েছেন এবং তার পর বিবাহসূত্রে আবদ্ধ হন।
বলিউডে এমন অনেক দম্পতি রয়েছেন যাঁদের প্রেমজীবনের শুরু ছবির সেট থেকে। তার পর শীঘ্রই তাঁদের অনস্ক্রিন রসায়ন পর্দার বাইরেও ছড়িয়ে পড়ে। এমন দম্পতিদের কথা জেনে নেওয়া যাক যাঁরা ছবির সেটেই প্রেমে পড়েছেন এবং তার পর বিবাহসূত্রে আবদ্ধ হন।
advertisement
2/7
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন: রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম। এঁদের দুজনেই প্রথমবারের মতো ‘গোলিওঁ কি রাসলীলা- রামলীলা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। বড়পর্দায় তাঁদের দুজনের রসায়ন সেই সময় আলোড়ন তুলেছিল। ‘রামলীলা’ও বক্স-অফিসে মেগা হিট ছিল। ২০১৮ সালে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন: রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম। এঁদের দুজনেই প্রথমবারের মতো ‘গোলিওঁ কি রাসলীলা- রামলীলা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। বড়পর্দায় তাঁদের দুজনের রসায়ন সেই সময় আলোড়ন তুলেছিল। ‘রামলীলা’ও বক্স-অফিসে মেগা হিট ছিল। ২০১৮ সালে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
advertisement
3/7
অজয় দেবগন এবং কাজল: অজয় দেবগন এবং কাজলের রসায়ন বাস্তব জীবনে দর্শকদের যতটা পছন্দের, বড়পর্দাতেও ততটাই মনজয় করেছিল। অজয় এবং কাজল ‘ইশক’, ‘পেয়ার তো হোনা হি থা’, ‘দিল কেয়া করে’র মতো ছবিতে কাজ করেন। সেটেই তাদের আলাপ এবং কিছু দিন ডেটিং করার পর, তাঁরা বিয়েও করেন। ১৯৯৯ সালে বিবাহিত এই দম্পতির দুই সন্তানও রয়েছে। দুজনেই তাঁদের সন্তান নাইসা এবং যুগকে নিয়ে সুখী জীবনযাপন করছেন।
অজয় দেবগন এবং কাজল: অজয় দেবগন এবং কাজলের রসায়ন বাস্তব জীবনে দর্শকদের যতটা পছন্দের, বড়পর্দাতেও ততটাই মনজয় করেছিল। অজয় এবং কাজল ‘ইশক’, ‘পেয়ার তো হোনা হি থা’, ‘দিল কেয়া করে’র মতো ছবিতে কাজ করেন। সেটেই তাদের আলাপ এবং কিছু দিন ডেটিং করার পর, তাঁরা বিয়েও করেন। ১৯৯৯ সালে বিবাহিত এই দম্পতির দুই সন্তানও রয়েছে। দুজনেই তাঁদের সন্তান নাইসা এবং যুগকে নিয়ে সুখী জীবনযাপন করছেন।
advertisement
4/7
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন: অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবির সেটে তাঁদের প্রথম দেখা হয়। এরপর, এই বাস্তব জীবনের দম্পতিকে ‘গুরু’, ‘ধুম ২’, ‘কুছ না কহো’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। দুজনেই তাঁদের মেয়ে আরাধ্যার সঙ্গে সুখী জীবনযাপন করছেন।
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন: অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবির সেটে তাঁদের প্রথম দেখা হয়। এরপর, এই বাস্তব জীবনের দম্পতিকে ‘গুরু’, ‘ধুম ২’, ‘কুছ না কহো’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। দুজনেই তাঁদের মেয়ে আরাধ্যার সঙ্গে সুখী জীবনযাপন করছেন।
advertisement
5/7
রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজা: রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজা বলিউডের সবচেয়ে প্রিয় দম্পতিদের মধ্যে একজন। তাঁদের প্রেমের গল্পও শুরু হয় ছবির সেটেই। প্রথম ছবি ‘তুঝে মেরি কসম’-এর সেটে। সেই সময় রীতেশের বয়স ছিল ২৫ বছর, আর জেনেলিয়ার বয়স ছিল মাত্র ১৬ বছর। প্রথম ছবির সেটেই দুজনে প্রেমে পড়েন, কিন্তু প্রথমে জেনেলিয়া রীতেশের থেকে দূরে দূরে থাকতেন, কারণ তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের ছেলে। তবে ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং শীঘ্রই তা প্রেমের পর্যায়ে পৌঁছয়। ২০১২ সালে এই জুটির বিয়ে হয়।
রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজা: রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজা বলিউডের সবচেয়ে প্রিয় দম্পতিদের মধ্যে একজন। তাঁদের প্রেমের গল্পও শুরু হয় ছবির সেটেই। প্রথম ছবি ‘তুঝে মেরি কসম’-এর সেটে। সেই সময় রীতেশের বয়স ছিল ২৫ বছর, আর জেনেলিয়ার বয়স ছিল মাত্র ১৬ বছর। প্রথম ছবির সেটেই দুজনে প্রেমে পড়েন, কিন্তু প্রথমে জেনেলিয়া রীতেশের থেকে দূরে দূরে থাকতেন, কারণ তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের ছেলে। তবে ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং শীঘ্রই তা প্রেমের পর্যায়ে পৌঁছয়। ২০১২ সালে এই জুটির বিয়ে হয়।
advertisement
6/7
আলিয়া ভাট এবং রণবীর কাপুর: ব্রহ্মাস্ত্র ছবির সেটে মুখোমুখি হন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ছবিটির শ্যুটিং চলাকালীন তাঁদের দুজনের প্রথম দেখা হয় এবং ছবি মুক্তি পাওয়ার আগেই দু’জনে বিয়ে করেন। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের একসঙ্গে অভিনীত প্রথম ছবিটি ব্লকবাস্টার হিট হয়েছিল।
আলিয়া ভাট এবং রণবীর কাপুর: ব্রহ্মাস্ত্র ছবির সেটে মুখোমুখি হন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ছবিটির শ্যুটিং চলাকালীন তাঁদের দুজনের প্রথম দেখা হয় এবং ছবি মুক্তি পাওয়ার আগেই দু’জনে বিয়ে করেন। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের একসঙ্গে অভিনীত প্রথম ছবিটি ব্লকবাস্টার হিট হয়েছিল।
advertisement
7/7
ধর্মেন্দ্র এবং হেমা মালিনী: ধর্মেন্দ্র এবং হেমা মালিনীরও প্রথমবারের মতো একটি ছবির সেটেই দেখা হয়েছিল। ‘সীতা অউর গীতা’র সেটে। বলা হয়, এই ছবিগুলির শ্যুটিং চলাকালীনই তাঁদের প্রেমের সূত্রপাত ঘটে।
ধর্মেন্দ্র এবং হেমা মালিনী: ধর্মেন্দ্র এবং হেমা মালিনীরও প্রথমবারের মতো একটি ছবির সেটেই দেখা হয়েছিল। ‘সীতা অউর গীতা’র সেটে। বলা হয়, এই ছবিগুলির শ্যুটিং চলাকালীনই তাঁদের প্রেমের সূত্রপাত ঘটে।
advertisement
advertisement
advertisement