হোম » ছবি » বিনোদন » ‘তৈমুরের খেলার সাথী দরকার’, করিনাকে বহুদিন ধরেই বলছিলেন বাবা রণধীর কাপুর
‘তৈমুরের খেলার সাথী দরকার’, করিনাকে বহুদিন ধরেই বলছিলেন বাবা রণধীর কাপুর
Bangla Editor
1/ 7
• চতুর্থবার বাবা হতে চলেছেন সইফ আলি খান ৷ দ্বিতীয় বার মা হতে চলেছেন করিনা কাপুর খান ৷
2/ 7
• গতকাল, অর্থাৎ বুধবার সুখবরটি প্রকাশ্যে এনেছেন ছোটে নবাব ও বেগমজান ৷
3/ 7
• বড় দাদা হতে চলেছে ছোট্ট টিম অর্থাৎ তৈমুর আলি খান পতৌদি ৷ খান পরিবারের তরফে এই খবর সামনে আনার পর থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে ৷
4/ 7
• পরিবারের সকলেই এই সুখবরে খুবই খুশি ৷ করিনার বাবা রণধীর কাপুর তো একেবারে আহ্লাদে-আটখানা ৷
5/ 7
• মুম্বই মিররকে তিনি জানালেন, ‘‘আমি খুব খুশি হয়েছি ৷ অনেকদিন ধরে করিনাকে আমি বলছিলাম, তৈমুরের একটা ভাইবোনের খুব প্রয়োজন ৷ ওর খেলার সাথী দরকার ৷ আমরা সবাই ভীষণ খুশি ৷ ওঁর সন্তান সুস্থ, সুন্দর হোক ৷’’
6/ 7
• ২০১২ সালে বিয়ে হয় সইফ-করিনার ৷ ২০১৬-তে তৈমুরের জন্ম ৷ এ বার নবাব পরিবারে আসছে নতুন অতিথি ৷
7/ 7
• আমির খানের সঙ্গে করিনার ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের বড়দিনে ৷ তবে করোনা পরিস্থিতিতে সেই দিনক্ষণ বদলে এখন ২০২১-এর বড়দিনে নিয়ে যাওয়া হয়েছে ৷
‘তৈমুরের খেলার সাথী দরকার’, করিনাকে বহুদিন ধরেই বলছিলেন বাবা রণধীর কাপুর
• মুম্বই মিররকে তিনি জানালেন, ‘‘আমি খুব খুশি হয়েছি ৷ অনেকদিন ধরে করিনাকে আমি বলছিলাম, তৈমুরের একটা ভাইবোনের খুব প্রয়োজন ৷ ওর খেলার সাথী দরকার ৷ আমরা সবাই ভীষণ খুশি ৷ ওঁর সন্তান সুস্থ, সুন্দর হোক ৷’’
‘তৈমুরের খেলার সাথী দরকার’, করিনাকে বহুদিন ধরেই বলছিলেন বাবা রণধীর কাপুর
• আমির খানের সঙ্গে করিনার ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের বড়দিনে ৷ তবে করোনা পরিস্থিতিতে সেই দিনক্ষণ বদলে এখন ২০২১-এর বড়দিনে নিয়ে যাওয়া হয়েছে ৷