Radhika Apte on nude video leak: ‘নগ্ন দৃশ্য ভাইরাল হওয়ার পর ৪ দিন বাইরে যাইনি’, বললেন রাধিকা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সেই সময় টানা চার দিন বাড়ির বাইরে বের হননি নায়িকা । তাঁর ড্রাইভার কী ভাববেন, এটাই দুশ্চিন্তায় ফেলেছিল তাঁকে ।
advertisement
advertisement
• সেই সময় টানা চার দিন বাড়ির বাইরে বের হননি নায়িকা । কারণ ওই লিক হওয়া ছবিটি ছিল সম্পূর্ণ ভুয়ো । কিন্তু ছবির মেয়েটির সঙ্গে তাঁর মুখের অনেক মিল ছিল । রাধিকা বলেন, ‘‘মিডিয়া তাঁকে নিয়ে কী বলল তা নিয়ে চিন্তিত ছিলাম না । কিন্তু আমার ড্রাইভার, কেয়ার টেকার, স্টাইলিস্ট সকলেই ওই ছবির সঙ্গে আমার মিল খুঁজে পাচ্ছিলেন । এই ঘটনা আমাকে খুব বাজে ভাবে ধাক্কা দিয়েছিল ।’’ ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
• পরবর্তীতে ‘পার্চড’ ছবিতে অভিনয় করেছেন রাধিকা । লীনা যাদবের এই ছবিতে তাঁকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে দেখা গিয়েছিল তাঁকে । রাধিকা বলেন, ‘‘পার্চড করার সময় আমি নগ্ন হয়েছিলাম । এটা খুব একটা সহজ কাজ নয় । কিন্তু আমার মনে হয়েছিল কারও কাজ থেকে আমার আর কিছু গোপন করার নেই ।’’ ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
advertisement
advertisement