Priyanka Chopra at Wimbledon: উইম্বলডন ফাইনালের 'আসরে' প্রিয়াঙ্কা চোপড়া, গ্যালারিতে পেলেন টম ক্রুজ থেকে প্রিন্স উইলিয়ামকে!

Last Updated:
শনিবার গার্লস ডে আউটে বেরিয়েছিলেন গ্লোবাল আইকন ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) (Priyanka Chopra at Wimbledon)।
1/6
শনিবার গার্লস ডে আউটে বেরিয়েছিলেন গ্লোবাল আইকন ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আর সেই আউটিংয়ে বেরিয়ে কোথায় গেলেন অভিনেত্রী? প্রিয়াঙ্কা শনিবার পৌঁছে গিয়েছিলেন উইম্বলডনে মেয়েদের সিঙ্গলসের ফাইনাল খেলা দেখতে।
শনিবার গার্লস ডে আউটে বেরিয়েছিলেন গ্লোবাল আইকন ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আর সেই আউটিংয়ে বেরিয়ে কোথায় গেলেন অভিনেত্রী? প্রিয়াঙ্কা শনিবার পৌঁছে গিয়েছিলেন উইম্বলডনে মেয়েদের সিঙ্গলসের ফাইনাল খেলা দেখতে।
advertisement
2/6
সেখানেই অ্যাশলে বার্টি ও ক্যারোলিনা প্লিসকোভার দুরন্ত ফাইনালের সাক্ষী থাকলেন নায়িকা। শনিবারই অ্যাশলে বার্টি জীবনের প্রথম উইম্বলডন খেতাব পেয়েছেন, অস্ট্রেলীয় হিসেবে দ্বিতীয় তিনি। প্রিয়াঙ্কার সঙ্গে খেলা দেখতে গিয়েছিলেন তাঁর বান্ধবী নাতাশ পুনাওয়ালা।
সেখানেই অ্যাশলে বার্টি ও ক্যারোলিনা প্লিসকোভার দুরন্ত ফাইনালের সাক্ষী থাকলেন নায়িকা। শনিবারই অ্যাশলে বার্টি জীবনের প্রথম উইম্বলডন খেতাব পেয়েছেন, অস্ট্রেলীয় হিসেবে দ্বিতীয় তিনি। প্রিয়াঙ্কার সঙ্গে খেলা দেখতে গিয়েছিলেন তাঁর বান্ধবী নাতাশ পুনাওয়ালা।
advertisement
3/6
শুধু প্রিয়াঙ্কাই নন, এদিন উইম্বলডনের ফাইনাল দেখতে গিয়েছিলেন হলিউডের স্টার টম ক্রুজ, হার্লে আটওয়েলও। গিয়েছিলেন ডিউক ও ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামসও।
শুধু প্রিয়াঙ্কাই নন, এদিন উইম্বলডনের ফাইনাল দেখতে গিয়েছিলেন হলিউডের স্টার টম ক্রুজ, হার্লে আটওয়েলও। গিয়েছিলেন ডিউক ও ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামসও।
advertisement
4/6
প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি শেয়ার করেছেন খেলা দেখার। লিখেছেন, 'অসাধারণ' অভিজ্ঞতার কথা। তবে কার হয়ে গলা ফাটিয়েছেন নায়িকা তা অবশ্য খোলসা করেননি। বরং দুই প্রতিদ্বন্দ্বী অ্যাশলে বার্টি ও ক্যারোলিনা প্লিসকোভাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি শেয়ার করেছেন খেলা দেখার। লিখেছেন, 'অসাধারণ' অভিজ্ঞতার কথা। তবে কার হয়ে গলা ফাটিয়েছেন নায়িকা তা অবশ্য খোলসা করেননি। বরং দুই প্রতিদ্বন্দ্বী অ্যাশলে বার্টি ও ক্যারোলিনা প্লিসকোভাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
advertisement
5/6
প্রিয়াঙ্কার একাধিক ফ্যানক্লাবের তরফেও এদিন ছবি শেয়ার করা হয়েছে অল ইংল্যান্ড ক্লাবে নায়িকার উপস্থিতির। শুধু খেলা দেখাই নয়, জমিয়ে সেখানে খাওয়াদাওয়াও করেছেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কার একাধিক ফ্যানক্লাবের তরফেও এদিন ছবি শেয়ার করা হয়েছে অল ইংল্যান্ড ক্লাবে নায়িকার উপস্থিতির। শুধু খেলা দেখাই নয়, জমিয়ে সেখানে খাওয়াদাওয়াও করেছেন অভিনেত্রী।
advertisement
6/6
বাড়তি পাওনা অবশ্যই ছিল টম ক্রজ থেকে কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামসের সঙ্গে দেখা হওয়া। এদিন দেখা গিয়েছে প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন বিলি জিন কিং ও মার্টিনা নাভ্রাতিলোভাকেও।
বাড়তি পাওনা অবশ্যই ছিল টম ক্রজ থেকে কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামসের সঙ্গে দেখা হওয়া। এদিন দেখা গিয়েছে প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন বিলি জিন কিং ও মার্টিনা নাভ্রাতিলোভাকেও।
advertisement
advertisement
advertisement