আইফার-র মঞ্চ কাঁপালেন যে তারকারা, দেখুন ছবি

Last Updated:
1/12
ব্যাংককের নামী থিয়েটারে সম্পন্ন হল ইন্টারন্যাশানাল ইণ্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (আইফা) ৷ সাজসজ্জার পাশাপাশি ছিল তারকাদের পারফরমেন্স ৷
ব্যাংককের নামী থিয়েটারে সম্পন্ন হল ইন্টারন্যাশানাল ইণ্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (আইফা) ৷ সাজসজ্জার পাশাপাশি ছিল তারকাদের পারফরমেন্স ৷
advertisement
2/12
৬৩ বছরেও যাঁর টুকরো ইশারাই দর্শক হৃদয়ে আগুন জ্বালাতে যথেষ্ট ৷ ২০ বছর পর আবার মঞ্চে সেই আগুনই দেখা গেল ৷ দু’দশক পরেও সেই জাদুতে আঁচড় পরেনি এতটুকু ৷ যেন এলেন, দেখলেন, জয় করলেন ৷ (Photo: Viral Bhayani)
৬৩ বছরেও যাঁর টুকরো ইশারাই দর্শক হৃদয়ে আগুন জ্বালাতে যথেষ্ট ৷ ২০ বছর পর আবার মঞ্চে সেই আগুনই দেখা গেল ৷ দু’দশক পরেও সেই জাদুতে আঁচড় পরেনি এতটুকু ৷ যেন এলেন, দেখলেন, জয় করলেন ৷ (Photo: Viral Bhayani)
advertisement
3/12
পেয়ার কিয়া তো ডরনা কিয়া’র ‘সলাম-এ-ইশক’ গানটি বেছে নিয়েছিলেন রেখা ৷ হালকা গোলাপি রঙের আনারকলিতে সেজেছিলেন অভিনেত্রী ৷ পোশাকের রুপোলী জরির ঝকমকানিও তাঁর পায়ের বোলের চাঞ্চল্যের কাছে হার মেনে যায় ৷ (Photo: Viral Bhayani)
পেয়ার কিয়া তো ডরনা কিয়া’র ‘সলাম-এ-ইশক’ গানটি বেছে নিয়েছিলেন রেখা ৷ হালকা গোলাপি রঙের আনারকলিতে সেজেছিলেন অভিনেত্রী ৷ পোশাকের রুপোলী জরির ঝকমকানিও তাঁর পায়ের বোলের চাঞ্চল্যের কাছে হার মেনে যায় ৷ (Photo: Viral Bhayani)
advertisement
4/12
রণবীর কাপুরের পারফরমেন্স শুরু হল ধমাকেদার এন্ট্রি দিয়ে৷ গিটার হাতে, ঝুলন্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রণবীরের এন্ট্রি ৷ (Photo: IIFA Twitter)
রণবীর কাপুরের পারফরমেন্স শুরু হল ধমাকেদার এন্ট্রি দিয়ে৷ গিটার হাতে, ঝুলন্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রণবীরের এন্ট্রি ৷ (Photo: IIFA Twitter)
advertisement
5/12
একের পর এক নিজের হিট হিট ট্র্যাকে নাচ করলেন রণবীর কাপুর (Photo:  IIFA Twitter)
একের পর এক নিজের হিট হিট ট্র্যাকে নাচ করলেন রণবীর কাপুর (Photo: IIFA Twitter)
advertisement
6/12
একসঙ্গে পারফর্ম করলেন কৃতী স্যানন এবং অর্জুন কাপুর ৷ তুনে মারি এন্ট্রিয়া গানের তালে তালে পা মেলালেন দুজনে ৷ (Photo: IIFA Twitter)
একসঙ্গে পারফর্ম করলেন কৃতী স্যানন এবং অর্জুন কাপুর ৷ তুনে মারি এন্ট্রিয়া গানের তালে তালে পা মেলালেন দুজনে ৷ (Photo: IIFA Twitter)
advertisement
7/12
এই প্রথম অর্জুন এবং কৃতী একসঙ্গে পারফর্ম করলেন৷ (Photo: IIFA Twitter )
এই প্রথম অর্জুন এবং কৃতী একসঙ্গে পারফর্ম করলেন৷ (Photo: IIFA Twitter )
advertisement
8/12
ওকে জানু’র আইটেম নাম্বার ‘হাম্মা হাম্মা’তে নাচ করেছিলেন শ্রদ্ধা ৷ সাদা নীল সিক্যুয়েন্ড জ্যাকেট পরে নেচেছিলেন শ্রদ্ধা ৷  (Photo: IIFA Twitter)
ওকে জানু’র আইটেম নাম্বার ‘হাম্মা হাম্মা’তে নাচ করেছিলেন শ্রদ্ধা ৷ সাদা নীল সিক্যুয়েন্ড জ্যাকেট পরে নেচেছিলেন শ্রদ্ধা ৷ (Photo: IIFA Twitter)
advertisement
9/12
সেলফিশ ট্র্যাকে নেচেছেন হট পারফরমেন্সে দিল ববি দেওল এবং ইউলিয়া ভান্তুর ৷ এছাড়াও ‘রেস থ্রি’র বাকি গানগুলিতেও পারফর্ম করেন তাঁরা৷ (Photo: IIFA Twitter)
সেলফিশ ট্র্যাকে নেচেছেন হট পারফরমেন্সে দিল ববি দেওল এবং ইউলিয়া ভান্তুর ৷ এছাড়াও ‘রেস থ্রি’র বাকি গানগুলিতেও পারফর্ম করেন তাঁরা৷ (Photo: IIFA Twitter)
advertisement
10/12
পরিচালক করণ জোহার ‘শাবা শাবা’ এ অমিতাভের স্টাইলে নেচে দেখালেন ৷ অনিল কাপুর, রীতেশ দেশমুখও কোমড় দুলিয়েছেন করণের সঙ্গে ৷ (Photo: IIFA Twitter)
পরিচালক করণ জোহার ‘শাবা শাবা’ এ অমিতাভের স্টাইলে নেচে দেখালেন ৷ অনিল কাপুর, রীতেশ দেশমুখও কোমড় দুলিয়েছেন করণের সঙ্গে ৷ (Photo: IIFA Twitter)
advertisement
11/12
হাইভোল্টেজ পারফরম্যান্স দিয়ে স্টেজ কাঁপান বরুণ ধাওয়ান (Photo: Twitter)
হাইভোল্টেজ পারফরম্যান্স দিয়ে স্টেজ কাঁপান বরুণ ধাওয়ান (Photo: Twitter)
advertisement
12/12
তাঁর ছবির বিভিন্ন হিট গানে পারফর্ম করেন তিনি৷ (Photo: Twitter)
তাঁর ছবির বিভিন্ন হিট গানে পারফর্ম করেন তিনি৷ (Photo: Twitter)
advertisement
advertisement
advertisement