সুশান্তের মৃত্যুর আগে বাড়িতে পার্টি? অভিযোগ, বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখলে হুমকি দিতেন রিয়া
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বিহার পুলিশ প্রবেশ করার পর থেকেই শুরু হয়েছে তীব্র চাপানউতোর
• সুশান্তের মৃত্যু-তদন্তে মুম্বই-বিহার পুলিশের মধ্যে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। দু’পক্ষ দু’রকম দাবি করছেন সুশান্তের কার্যকলাপ নিয়ে। বিহার পুলিশের কাছে সুশান্তের বন্ধু দাবি করেছেন,‘সুশান্তের মৃত্যুর আগের রাতে, অর্থাৎ ১৩ জুন সুশান্তের ফ্ল্যাটে পার্টি হয়নি। ১৩ জুন রাতে ফ্ল্যাট থেকে বেরোননি সুশান্ত। ডিনারের পর থেকে বেডরুমেই ছিলেন। রোজকার মতো ১৪ জুনও একই সময় ঘুম থেকে ওঠেন।’
advertisement
advertisement
advertisement
advertisement
• আগে বারবারই এই আলোচনা হয়েছে, যে কেন সুশান্ত বারবার সিমকার্ড পাল্টাতেন। কাছের মানুষদের সঙ্গে যাতে কথা বলতে পারেন, সেই কারণেই সুশান্ত বারবার নিজের সিমকার্ড পাল্টে ফেলতেন। একদিকে রিয়াও তাহলে বুঝতে পারবেন না, অন্যদিকে আপনজনের সঙ্গে কথাও বলা যাবে। কয়েক মাস আগে নাকি চারটি ফোন সুশান্তের ক্রেডিট কার্ড থেকে কেনা হয়। সেগুলির মধ্যে দুটি ছিল সুশান্তের কাছে, দুটি রিয়ার কাছে।